জিওনি কম দামে অসাধারণ ফিচারের সঙ্গে লঞ্চ করল এফ205 প্রো, জেনে নিন এই ফোনের বিশেষত্ব

টেক কোম্পানি জিওনি ভারতে এফ205 প্রো নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি অনেক দিন পর আবার ভখরতে কোনো ফোন লঞ্চ করল। কিন্তু দেখার বিষয় হল কোম্পানির এই এন্ট্রি লেভেল স্মার্টফোন গ্ৰাহকদের মধ্যে কতটা জনপ্রিয় হয়ে ওঠে। এই নতুন এফ205 প্রো জিওনির আগে লঞ্চ করা এফ205 ফোনটির আপগ্ৰেডেড মডেল।

জিওনি এফ205 প্রোর দাম ও সেল
কোম্পানি এই ফোনটি 6,990 টাকা দামে লঞ্চ করেছে। কিন্তু ফ্লিপকার্টে এই ফোনটি 1,100 ছাড় দিয়ে 5,890 টাকা দামে সেল করা হচ্ছে। এছাড়াও অ্যাক্সিস ব‍্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব‍্যবহার করলে ইনস্ট‍্যান্ট 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। জিওনি এফ205 প্রো ব্ল‍্যাক,।ব্লু ও শেপেন গোল্ড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

12 জিবি র‍্যাম ও 48 এমপি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল শাওমির শক্তিশালী স্মার্টফোন মি 9

জিওনি এফ205 প্রোর স্পেসিফিকেশন
এই ফোনে 5.45 ইঞ্চির এইচডি+ (720 × 1440 পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 18:9 আসপেক্ট রেশিও ও 2.5ডি কার্ভড গ্লাসযুক্ত। এছাড়া এই ডিভাইসে 1.5 গিডাহার্টস কোয়াড কোর মিডিয়াটেক এমটি6739ডব্লিউডব্লিউ চিপসেট আছে। এতে 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। প্রয়োজনে এই ফোনে মেমরি মাইক্রোএসডি কার্ড।ব‍্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য জিওনি এফ205 প্রোর ব‍্যাক প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আজ রাতে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও ফোল্ডেবল ফোনসহ বেশ কিছু ডিভাইস ঘরে বসে দেখুন লঞ্চ ইভেন্ট লাইভ

কানেক্টিভিটির জন্য এতে 4জি ভোএলটিই, ওয়াইফাই 802.11 ভি/জি/এন, ব্লুটুথ 4.1, জিপিএস, 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও মাইক্রোইউএসবি পোর্ট আছে। কোম্পানি জানিয়েছে এতে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য জিওনি এফ205 প্রোতে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওযুক্ত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here