আজ রাতে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও ফোল্ডেবল ফোনসহ বেশ কিছু ডিভাইস ঘরে বসে দেখুন লঞ্চ ইভেন্ট লাইভ

প্রতি বছর স‍্যামসাং তাদের ফ্ল‍্যাগশিপ সিরিজ গ‍্যালাক্সি এসে নতুন ফোন লঞ্চ করে। গত বছর কোম্পানি গ‍্যালাক্সি এস9 ও এস9 প্লাস লঞ্চ করে। এবার গ‍্যালাক্সি এস10 লঞ্চ হবে। গত কয়েক মাস ধরে স‍্যামসাঙের এই ফোনগুলি সম্পর্কে সমালোচনা চলে আসছে। কিছু দিন আগে কোম্পানি মিডিয়া ইনভাইটের মাধ্যমে জানিয়ে দেয় 20 ফেব্রুয়ারি ফোনগুলি লঞ্চ করা হবে। যদিও তখনও জানা ছিল না যে কোম্পানি ওইদিন তাদের নতুন ফোল্ডেবল ফোন পেশ করবে। আজ আমেরিকার সান ফ্রান্সিসকোতে এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে এবং এখন অনেক তথ‍্য‌ই জানা গেছে। সবচেয়ে বড় কথা আজ গ‍্যালাক্সি এস সিরিজের তিনটি ফোন পেশ করা হবে এবং নতুন ফোল্ডেবল ফোন‌ও লঞ্চ করা হবে। এছাড়া আরও কিছু নতুন ডিভাইস ও অ্যাক্সেসরিজ লঞ্চ হতে পারে। তাই কোম্পানির এই ইভেন্টের দিকে এখন গোটা বিশ্বের নজর। তাই সবাই চাইবেন এই ইভেন্ট নিজের চোখে দেখতে। চলুন সেই ব‍্যাবস্থা করে নেওয়া যাক।

28 ফেব্রুয়ারি লঞ্চ হবে রেডমি নোট 7, ফ্লিপকার্টে লিস্টেড হল এই শক্তিশালী স্মার্টফোন

আমেরিকায় লঞ্চ হলেও আপনি ভারতে নিজের বাড়ি বসে এই ইভেন্ট উপভোগ করতে পারবেন। আমেরিকায় এই ইভেন্ট সকাল 11টার সময় শুরু হবে। ভারতের স্থানীয় সময় অনুযায়ী তখন রাত 12:30টা। কোম্পানি এর জন্য ইউটিউব লাইভ ছাড়াও ফেসবুক লাইভের ব‍্যাবস্থাও করেছে।।এছাড়া স‍্যামসাঙের ইউটিউব চ‍্যানেল ও ফেসবুক পেজেও এই ইভেন্ট দেখা যাবে।

আজ এই ডিভাইসগুলির গ্লোবাল লঞ্চ হলেও ভারতে 6 মার্চ এগুলি লঞ্চ করা হবে। এবিষয়ে আমরা কিছু দিন আগে এক্সক্লুসিভ খবর দিয়েছিলাম।

এয়ারটেলের থেকে দ্বিগুণ 4জি স্পীড দেয় জিও, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানিগুলির অবস্থা

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 লঞ্চ: অনেক আগে থেকেই জানা গেছিল আজ স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 লঞ্চ করা হবে। কোম্পানি এবিষয়ে সোজাসুজি ভাবে কিছু না বললেও বিভিন্ন লিকের মাধ্যমে স্পষ্ট বোঝা গেছে আজ গ‍্যালাক্সি এস10 এর সঙ্গে সঙ্গে আরও কিছু মডেল লঞ্চ হতে চলেছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 প্লাস: গত বছরের মতো এবছরও গ‍্যালাক্সি এস10 এর বড় ভার্সন দেখা যাবে। এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী এতে ডিসপ্লে ও ক‍্যিমেরাসহ আরও কিছু অ্যাডভান্স ফিচার দেখা যাবে।

নতুন এবং অ্যাডভান্স মিইউআই 11 এ আপডেট হবে এইসব শাওমি স্মার্টফোন, জেনে নিন আপনার ফোন এই লিস্টে আছে কি না

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই: এই প্রথম স‍্যামসাং গ‍্যালাক্সি এস সীরিজে এক সঙ্গে তিনটি ডিভাইস লঞ্চ করা হবে। শোনা যাচ্ছে কোম্পানি স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই লঞ্চ করবে যা ছোট ভার্সন হবে। দামের দিক থেকেও এটি অপেক্ষাকৃত সস্তা হবে। 91মোবাইলসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে এই ফোনটি ভারতেও লঞ্চ করা হবে। এই ফোনটি তিনটি মডেলের সঙ্গে ভারতে আসতে চলেছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 5জি: স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর একটি 5জি মডেল‌ও আজ পেশ করা হতে পারে। তবে এই ফোনটি ভারতে আসবে কি না সেবিষয়ে যথেষ্ট সন্দেহ আছে।

চীনের থেকেও বেশি ভারতে বিক্রি হয় শাওমি স্মার্টফোন

স‍্যামসাং ফোল্ড: গত বছর একটি ইভেন্টের মঞ্চে স‍্যামসাং গ‍্যালাক্সি ফোল্ড ফোন পেশ করে তবে ফোনটি আজ পর্যন্ত লঞ্চ করা হয়নি। তবে কিছু দিন আগে জানা যায় ফোনটি ফোল্ড নামে লঞ্চ করা হবে এবং এই সবচেয়ে বড় কথা এই ফোনটিও আজ‌ই পেশ করা হবে। তবে ফোনটির সেল কবে থেকে শুরু হবে সেবিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

স‍্যামসাং গ‍্যালাক্সি ওয়াচ এডিশন: স‍্যামসাঙের এই ইভেন্টে ওয়‍্যারেবল‌ও পেশ করা হবে। কোম্পানি আজ নতুন গ‍্যালাক্সি ওয়াচ এডিশন পেশ করতে পারে। গত কয়েক গিয়ার ওয়াচ লঞ্চ করা হলেও এবার গ‍্যালাক্সি ওয়াচ এডিশনের কথা বলা হচ্ছে।

পড়ে গেলেও লাগবে না একটি আঁচড়‌ও, স‍্যামসাং লঞ্চ করল 8 ইঞ্চির ডিসপ্লে ও 4,450 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত গ‍্যালাক্সি ট‍্যাব অ্যাক্টিভ2

স‍্যামসাং গ‍্যালাক্সি বাডস্: অ্যাপেলের মতো স‍্যামসাংও এবার ওয়ারলেস ইয়ার বাডস পেশ করতে চলেছে। লিক অনুযায়ী কোম্পানি একে গ‍্যালাক্সি ইয়ারবাড নামে পেশ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here