12 জিবি র‍্যাম ও 48 এমপি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল শাওমির শক্তিশালী স্মার্টফোন মি 9

চীনের স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি শাওমি আজ তাদের নতুন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন মি9 পেশ করেছে। লঞ্চের আগেই শাওমির সিইও লি জুন ও প্রেসিডেন্ট লিন বিন ফোনটির কিছু গুরুত্বপূর্ণ ফিচার জানিয়ে দিয়েছিলেন। জেনে নিন ফোনটির পুরো ফিচার, স্পেসিফিকেশন ও দাম।

আজ রাতে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও ফোল্ডেবল ফোনসহ বেশ কিছু ডিভাইস ঘরে বসে দেখুন লঞ্চ ইভেন্ট লাইভ

দাম:
মি9 এর এন্ট্রি লেভেল ভেরিয়েন্ট 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে পেশ করা হয়েছে, এর দাম আর‌এমবি 2,999 (প্রায় 32,000 টাকা) রাখা হয়েছে। এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম আর‌এমবি 3,299 (প্রায় 35,000 টাকা)। এছাড়া কোম্পানি মি9 এর ট্রান্সপারেন্ট এডিশন‌ও লঞ্চ করেছে যা 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিযুক্ত। যার দাম আর‌এমবি 3,999 (প্রায় 42,300 টাকা)। শাওমি মি9 ডিপ স্পেস গ্ৰে, গ্ৰেডিয়েন্ট ব্লু ও গ্ৰেডিয়েন্ট পার্পল কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

কোম্পানি এক‌ই সঙ্গে ওয়ারলেস চার্জিং পাওয়ার ব‍্যাঙ্ক‌ও লঞ্চ করেছে। 10 ওয়াট পাওয়ার আউটপুটযুক্ত এই পাওয়ার ব‍্যাঙ্কের দাম আর‌এমবি 149 (প্রায় 1,580 টাকা) এছাড়া এর দ্বিতীয় মডেলটি 20 ওয়াট ওয়ারলেস চার্জিং আউটপুটযুক্ত, এর দাম আর‌এমবি 169 (প্রায় 1,800 টাকা)। এবং স্ট‍্যান্ডার্ড 20 ওয়াট কিউআই ওয়ারলেস চার্জিং প‍্যাডের দাম আর‌এমবি 99 (প্রায় 1,050 টাকা)।

28 ফেব্রুয়ারি লঞ্চ হবে রেডমি নোট 7, ফ্লিপকার্টে লিস্টেড হল এই শক্তিশালী স্মার্টফোন

হ‍্যান্ডসেটে 7 এন‌এম প্রসেসে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসর দেওয়া হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ক্লক স্পীড 2.84 গিগাহার্টস। এছাড়া মি9 এ 6.39 ইঞ্চির স‍্যামসাং এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে অত্যন্ত ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এর জন্য কোম্পানি এতে থার্ড জেনারেশন ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব‍্যবহার করেছে।

শাওমি মি9 এ ওয়াটারড্রপ নচ আছে, এর মধ্যেই 24 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে একটি সেন্সর 48 মেগাপিক্সেলের। এর 2এক্স অপ্টিক‍্যাল জুম‌ওয়ালা 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ও 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে।

এয়ারটেলের থেকে দ্বিগুণ 4জি স্পীড দেয় জিও, জেনে নিন অন‍্যান‍্য কোম্পানিগুলির অবস্থা

প্রটেক্টিভ কভারের মধ্যে দিয়ে 20 ওয়াট ওয়ারলেস ফাস্ট চার্জিং ফিচারযুক্ত এই ফোনে 3,300 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া এতে কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এম‌এম অডিও জ‍্যাক, 4জি ভোএলটিই, ব্লুটুথ ও ওয়াইফাই ফিচার আছে।

মি9 এস‌ই, ট্রান্সপারেন্ট/এক্সপ্লোরার এডিশনের স্পেসিফিকেশন:
এই ইভেন্টে কোম্পানি মি9 ট্রান্সপারেন্ট এডিশনের কথাও ঘোষণা করেছে। এই ফোনে 40 ওয়াট।ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। মি9 ট্রান্সপারেন্ট এডিশনে 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি দেওয়া হয়েছে।

নতুন এবং অ্যাডভান্স মিইউআই 11 এ আপডেট হবে এইসব শাওমি স্মার্টফোন, জেনে নিন আপনার ফোন এই লিস্টে আছে কি না

লো এন্ড ভেরিয়েন্ট মি9 এস‌ইতে 5.97 ইঞ্চির ডিসপ্লে, 3,070 এম‌এএইচ ব‍্যাটারী, 18 ওয়াট ফাস্ট চার্জিং, 48 এমপি + 8 এমপি + 13 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও স্ন‍্যাপড্রাগন 712 এস‌ওসি আছে। এছাড়া এতে 6 জিবি র‍্যাম ও 64 জিবি ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here