অনলাইনে লিক হল Google Pixel 5 XL এর রেন্ডার, দুর্দান্ত ডিজাইনের সঙ্গে হবে লঞ্চ

টেক জগতের অন‍্যতম কোম্পানি গুগল গত বছর মার্কেটে তাদের পিক্সেল 4 সিরিজ লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের এই সিরিজ আপগ্ৰেড করে পিক্সেল 5 লঞ্চ করবে। যদিও এই সিরিজ লঞ্চ হয়ে বাজারে আসতে এখনও অনেক দেরি আছে। কিন্তু এখন থেকেই এই সিরিজের ডিভাইস সম্পর্কে খবর লিক হ‌ওয়া শুরু হয়ে গেছে। আমরা পিক্সেল 5 এক্স‌এলের রেন্ডার পেয়েছি। এই রেন্ডারটি একজন ইউটিউবার তাঁর চ‍্যানেলে শেয়ার করেছেন। 

আরও পড়ুন: লঞ্চ হল Samsung Galaxy S20 ও Galaxy S20 Plus, এতে আছে 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা

কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই এই রেন্ডার ইন্টারনেটে চলে এসেছে। এই রেন্ডারে গুগলের আগামী ফ্ল‍্যাগশিপ ফোনের ডিজাইন দেখা গেছে। Google Pixel 5 XL এর এই লেটেস্ট লিকে ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেখা গেছে। কিন্তু কোম্পানি বর্তমানে তাদের Google Pixel 4A নিয়েই বেশি ভাবছে।

গুগলের আপকামিং ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনের এই রেন্ডার ইউটিউবার জন প্রসারের পক্ষ থেকে টেক চ‍্যানেলের ফ্রন্ট পেজে শেয়ার করা হয়েছে। তবে আসল ডিভাইসটি এই কন্সেপ্টের চেয়ে আলাদা হতে পারে। তাই এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। ভিডিওতে টেক ইউটিউবার জানিয়েছেন গুগল এই ডিভাইসটির তিনটি আলাদা আলাদা ডিজাইনে কাজ করছে। এর মধ্যে থেকে একটি ডিজাইন রেন্ডারে লিক হয়েছে এবং বাকি দুটি ডিজাইনের ব‍্যাক প‍্যানেলে চারকোনা ক‍্যামেরা মডিউল দেওয়া হবে।

আরও পড়ুন: 3 মার্চ ভারতে লঞ্চ হবে Vivo V19 এবং Vivo V19 Pro, প্রিবুকিং শুরু 15 ফেব্রুয়ারি

লিক হ‌ওয়া রেন্ডারে ফোনটি অনেকটা রোবটের মুখের মতো দেখতে লেগেছে। এই ক‍্যামেরা মডিউলেও গুগলের বিগত ফ্ল‍্যাগশিপের মতো গ্লসি ফিনিশ দেওয়া হতে পারে। এক‌ইভাবে ভাবে ফোনের ব‍্যাক প‍্যানেলেও ম‍্যাট গ্লাস ফিনিশ দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

ভিডিওতে বলা হয়েছে গুগলের ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে আগামী এক বা দুই মাসের মধ্যেই Pixel 5 ডিভাইসের ডিজাইন ফাইনাল করে দেওয়া হবে। কিন্তু এই ভিডিওর সত‍্যতা সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। তাই এখন আরও অন‍্যান‍্য লিকের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here