3 মার্চ ভারতে লঞ্চ হবে Vivo V19 এবং Vivo V19 Pro, প্রিবুকিং শুরু 15 ফেব্রুয়ারি

টেক কোম্পানি Vivo ভারতে তাদের ‘ভি’ সিরিজের ফোনের সংখ্যা বাড়াতে চলেছে এবং এই সিরিজে কোম্পানি তাদের আগামী স্মার্টফোন Vivo V19 এবং Vivo V19 Pro নামে লঞ্চ করবে। আমরা গত সপ্তাহেই জানিয়ে দিয়েছিলাম এই দুটি স্মার্টফোন কোম্পানির পক্ষ থেকে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে এবং এই ফেব্রুয়ারিতেই এই ফোনদুটির প্রিবুকিং শুরু হয়ে যাবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনদুটির লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য দেওয়া না হলেও আমরা কোম্পানির Vivo V19 সিরিজের এই আগামী ফোনদুটি সম্পর্কে এক্সক্লুসিভ ডিটেইলস পেয়েছি এবং ফোনদুটির লঞ্চ ডেট‌ও জানতে পেরেছি।

আরও পড়ুন: 25 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy M31

আমরা আমাদের বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি ভারতীয় বাজারে ভিভো ভি সিরিজের আগামী স্মার্টফোন Vivo V19 এবং Vivo V19 Pro এই মাসের 15 তারিখ থেকে প্রিবুকিং শুরু হয়ে যাবে। আগামী 15 ফেব্রুয়ারি ফোনদুটি লঞ্চ হ‌ওয়ার পর মার্চের প্রথম সপ্তাহেই ভিভো মার্কেটে এই ফোনদুটি মার্কেটে লঞ্চ করে দেবে এবং 3 মার্চ Vivo V19 এবং Vivo V19 Pro ফোনদুটি ভারতের টেক মঞ্চে পা রাখবে।

Vivo V19 সিরিজের স্মার্টফোন ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত হবে। অর্থাৎ এই ফোনে ইউজাররা দুটি সেলফি ক‍্যামেরা সেন্সর পাবেন। ফোনটির।সেলফি ক‍্যামেরার মেগাপিক্সেল ক্ষমতা কত হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই ফোনে অসাধারণ সেলফি মোড ও ফিল্টার পাওয়া যাবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Vivo V19 সিরিজের সবকটি ফোনের দাম 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে হবে। এই সিরিজের ফোন অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে সেল করা হবে।

আরও পড়ুন: 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে 6 মার্চ লঞ্চ হবে Infinix S5 Pro

Vivo V17 Pro 

কোম্পানির পক্ষ থেকে Vivo V17 Pro ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। Vivo V17 Pro ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে এবং এটি সুরক্ষিত রাখার জন্য কর্নিং গোরিলা গ্লাস 6 ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.1 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo V17 Pro এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেলের। এর সঙ্গে 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, 8 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের সেন্সর যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য দুটি সেন্সর পপ আপ মেকানিজমে অবস্থিত। এর মধ্যে প্রাইমারি সেলফি ক‍্যামেরা সেন্সরটি এফ/2.0 আ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের। এক‌ইভাবে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেলফি ক‍্যামেরা সেন্সর আছে।

আরও পড়ুন: 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে মাত্র 6,499 টাকা দামে লঞ্চ হল Xiaomi Redmi 8A Dual

এটি একটি 4জি সাপোর্টেড ডুয়েল সিম ফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo V17 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,100 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। Vivo V17 Pro ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে 27,990 টাকা দামে গ্লেশিয়ার আইস ও মিডনাইট অশিয়ান কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here