লঞ্চ হল Samsung Galaxy S20 ও Galaxy S20 Plus, এতে আছে 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা

বিগত কিছু দিনের কানাঘুষো শেষ করে স‍্যামসাং অফিসিয়ালি তাদের নতুন গ‍্যালাক্সি এস20 সিরিজ লঞ্চ করে দিয়েছে। স‍্যামসাং তাদের সান ফ্রান্সিসকোয় আয়োজিত ইভেন্টের মঞ্চে Samsung Galaxy S20, Samsung Galaxy S20 Plus এবং Samsung Galaxy S20 Ultra নামে তিনটি ফোন লঞ্চ করেছে। কোম্পানি এই তিনটি ফোন‌ই 5জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করেছে যা 4G LTE সাপোর্ট করে। খুব তাড়াতাড়ি এই তিনটি ফোন ভারতেও লঞ্চ করে দেওয়া হবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আগামী মার্চ মাসেই এই ফোন তিনটি ভারতে আসবে। চলুন জেনে নেওয়া যাক Samsung Galaxy S20 ও Galaxy S20 Plus সম্পর্কে।

আরও পড়ুন: Exclusive: 25 ফেব্রুয়ারি লঞ্চ হবে ভারতের প্রথম 5G স্মার্টফোন, শুরু হবে নতুন যুগ

Samsung Galaxy S20 

Samsung Galaxy S20 ফোনটি গ্লস বডির সঙ্গে পেশ করা হয়েছে যা অত্যন্ত প্রিমিয়াম অনুভূতি দিতে সক্ষম। এই ফোনে 6.2 ইঞ্চির কোয়াড এইচডি+ এমোলেড ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে যা 3200 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এই প্রথম কোম্পানি তাদের ফোনে 120 হার্টস রিফ্রেশরেট ব‍্যবহার করেছে যা স্মুথ অ্যানিমেশনের সঙ্গে অসাধারণ ভিজুয়াল কোয়ালিটি দেয়। Samsung Galaxy S20 ফোনটি ওয়ান ইউআই লেয়ারিং এর সঙ্গে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে।

আন্তর্জাতিক স্তরে ফোনটি দুটি প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে। তবে ভারতে ফোনটির 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত এক্সিনস 910 চিপসেট ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এতে 2.7 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 25 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy M31

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 ফোনটির দুটি মডেল পেশ করা হয়েছে। ফোনটির 5জি মডেলে 12 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এক‌ইভাবে ফোনটির 4জি মডেলে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির দিক থেকে স‍্যামসাঙের এই ফোনটি যথেষ্ট অ্যাডভান্স। Samsung Galaxy S20 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের টেলিফোটো। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। কোম্পানি এই ফোনে এফ/1.8 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেলের একটি সেন্সর হিসেবে ব‍্যবহার করেছে। এই সেন্সরটিও একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এটি সুপার স্পীড ডুয়েল পিক্সেল ফিচারযুক্ত। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy S20 তে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

সিকিউরিটির জন্য Samsung Galaxy S20 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। তবে এটি 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 ফোনটি Cosmic Grey, Cloud Blue এবং Cloud Pink কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে 6 মার্চ লঞ্চ হবে Infinix S5 Pro

Samsung Galaxy S20 Plus 

ডিজাইনের দিক থেকে এই ফোনটি Samsung Galaxy S20 এর মতোই। তবে স্পেসিফিকেশনের দিক থেকে Samsung Galaxy S20 Plus এগিয়ে রয়েছে। ফোনটির বডি গ্লাস দিয়ে তৈরি এবং দুই দিকে কার্ভড। এই ফোনে 3200 × 1400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির বড় স্ক্রিন দেওয়া হয়েছে। এতে কোয়াড এইচডি+ এমোলেড 2এক্স ইনফিনিটি ও ডিসপ্লে ব‍্যবহার করা হয়েছে যা এইচডিআর 10+ সার্টিফাইড এবং 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। Samsung Galaxy S20 Plus অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে ওয়ান ইউআইয়ের লেয়ারিং আছে। এই ফোনে মাইক্রোসফট অ্যাপস ছাড়াও ডেক্সের মতো দুর্দান্ত ফিচার আছে। 

গ‍্যালাক্সি এস20 এর মতোই এই ফোনটিও 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত এক্সিনস 910 চিপসেটে রান করে। এতে 2.7 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনের তিনটি 5জি ভেরিয়েন্ট আছে যা 12 জিবি র‍্যামের সঙ্গে 512 জিবি মেমরি, 12 জিবি র‍্যামের সঙ্গে সঙ্গে 256 জিবি মেমরি এবং 12 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত। 

অন‍্যদিকে ফোনটির 4জি মডেলে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। তবে দ্বিতীয় স্লটটি হাইব্রিড স্লট।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy S20 Plus এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনের দ্বিতীয় সেন্সরটি এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই লেন্সটি 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড লেন্স সাপোর্ট করতে সক্ষম। এই ফোনের তৃতীয় লেন্সটি এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর সঙ্গে এটি সুপার স্পীড ডুয়েল পিক্সেল ও ওআইএস সাপোর্ট করে। এতে একটি অতিরিক্ত সেন্সর দেওয়া হয়েছে ডেপ্থ ভিশন হিসেবে কাজ করার জন্য। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে মাত্র 6,499 টাকা দামে লঞ্চ হল Xiaomi Redmi 8A Dual

সিকিউরিটির জন্য Samsung Galaxy S20 Plus এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এতে ওয়ারলেস চার্জিং ও রিভার্স ওয়ারলেস চার্জিং ফিচার আছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 Plus ফোনটি Cosmic Grey, Cloud Blue ও Cosmic Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Samsung Galaxy S20 Ultra সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here