লঞ্চ হল Google এর ফোল্ডেবল ফোন Pixel 9 Pro Fold, জেনে নিন Samsung ফোনের চেয়ে কতটা সস্তা

জনপ্রিয় টেক কোম্পানি গুগল তাদের লেটেস্ট এবং শক্তিশালী Pixel 9 সিরিজ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Pixel 9, ⁠Pixel 9 Pro, ⁠Pixel 9 Pro XL এবং ⁠Pixel 9 Pro Fold (এখানে ক্লিক করুন)স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। এই ফোনটি অসাধারণ ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সিরিজের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে।

Pixel 9 Pro Fold এর দাম

ভারতীয় বাজারে Google Pixel 9 Pro Fold স্মার্টফোনটির 16GB RAM + 256GB স্টোরেজ 1,72,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির সেল ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি। আগামী সেপ্টেম্বার মাসের মধ্যে ভারতে Pixel 9 Pro Fold ফোনটির সেল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy Z Fold 6 ফোনটির (12GB+256GB) স্টোরেজের 164,999 টাকা থেকে শুরু হয়ে 200,999 (12GB+1TB) টাকা পর্যন্ত দাম রাখা হয়েছে। এই ফোনটি Pixel 9 Pro Fold ফোনটির থেকে দামি। জানিয়ে রাখি গ্লোবাল বাজারে Google Pixel Fold ফোনটি 1,799 ইউএস ডলারে লঞ্চ করা হয়েছিল, অর্থাৎ ভারতে প্রায় 1,47,000 টাকা দাম ছিল।

Pixel 9 Pro Fold এর ইমেজ

Pixel 9 Pro Fold এর ডিজাইন

  • কোম্পানির বক্তব্য অনুযায়ী Pixel 9 Pro Fold ফোনটি aluminum alloy বডি দিয়ে তৈরি এয়ারোস্পেস গ্রেড বলে জানানো হয়েছে।
  • ফোনটি মেটাল ফ্রেম এবং হিঞ্জের ক্ষেত্রে Multi-alloy steel ব্যাবহার করা হয়েছে।
  • এই ফোনের উভয় স্ক্রিনেই Gorilla Glass Victus 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।
  • Pixel 9 Pro Fold ফোনটিতে ওয়াটার রেজিস্টন্টেট IPX8 রেটেড বলে জানানো হয়েছে। এর ফলে শুধুমাত্র জলের ছিটা থেকেই সুরক্ষা পাওয়া যাবে।
  • ফোল্ড হওয়ার পর এই ফোনটির ডায়মেনশন 155.2এমএম x 77.1এমএম x 10.5এমএম হয়েছে।
  • আনফোল্ড হওয়ার পর ফোনটির সাইজ 155.2এমএম x 150.2এমএম x 5.1এমএম।
  • Pixel 9 Pro Fold ফোনটির ওজন 257গ্রাম।
  • এই ফোনটি Obsidian এবং Porcelain কালারে পেশ করা হয়েছে।

Pixel 9 Pro Fold এর ডিসপ্লে

মেইন ডিসপ্লে

Pixel 9 Pro Fold ফোনটিতে 2076 x 2152 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 8-ইঞ্চির ফ্লেক্স ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি LTPO OLED প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট 373PPI এবং 2700nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে গোরিলা গ্লাস ভিক্টস 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

কভার ডিসপ্লে

এই গুগল ফোল্ডেবল ফোনটিতে 1080 x 2424 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3-ইঞ্চির কভার স্ক্রিন সহ 20:9 অ্যাস্পেক্ট রেশিয় সহ লঞ্চ করা হয়েছে। এটি OLED প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট, 422PPI এবং 2700nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে গোরিলা গ্লাস ভিক্টস 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

Pixel 9 Pro Fold এর পারফরমেন্স

প্রসেসর

Pixel 9 Pro Fold ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 8 কোর সহ Google Tensor G4 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। এই অক্টাকোর প্রসেসরে 3.10GHz ক্লক স্পীডযুক্ত একটি Cortex-X4 কোর, 2.60GHz ক্লক স্পীডযুক্ত তিনটি Cortex-A720 কোর এবং 1.95GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A520 কোর রয়েছে।

প্রসেসিঙের জন্য এই ফোনটিতে অ্যাডভান্স এবং সিকিওর Titan M2 security চিপ দেওয়া হয়েছে। এর ফলে শুধুমাত্র ফোনের ডেটা সুরক্ষিত থাকবে না, বরং সিকিউরিটি লেয়ার সিম কার্ড ও ব্যাঙ্কিং ডিটেইলস সাইবার অ্যাটাক ও ফ্রডের হাত থেকে বাঁচাবে। এই চিপ সিপিইউ আর্কিটেকচারে তৈরি ও এটির নিজস্ব মেমরি আছে।

স্টোরেজ

গুগল ভারতীয় বাজারে তাদের সবচেয়ে দামি স্মার্টফোনটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। Google Pixel 9 Pro Fold ফোনটি 16GB RAM ও 256GB storage সহ পেশ করা হয়েছে।

ওএস

অ্যান্ড্রয়েড ওএস Google এর তৈরি। তাই কোম্পানি তাদের ফোনগুলিতে সবচেয়ে লেটেস্ট এবং উন্নত অ্যান্ড্রয়েড ওএস দেবে বলে আশা করা যায়। নতুন Pixel 9 Pro Fold ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ হয়েছে। এই ফোনটিতে 7 বছরের ওএস আপগ্রেড দেওয়া হয়েছে। এই ফোনটিতে প্রথমেই অ্যান্ড্রয়েড15 পাওয়া যাবে এবং এটি এখন থেকেই অ্যান্ড্রয়েড 21 জন্য প্রস্তুত। এটি কোনো কোম্পানির পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় জেনারেশন আপডেট।

Pixel 9 Pro Fold এর ব্যাটারি

ব্যাটারি

Pixel 9 Pro Fold ফোনটি 4,650mAh battery সহ বাজারে লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করার পর সাধারণ ব্যাবহারে 24 ঘণ্টা সময় পর্যন্ত ব্যাকআপ দেবে। অন্যদিকে Extreme Battery Saver মোড অন করলে 3 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

চার্জিং

দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W Fast চার্জিং এবং Qi Wireless চার্জিং ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি কোম্পানি ফোনটির সঙ্গে চার্জিং অ্যাডোপটার দিচ্ছে না। এর জন্য আলাদাভাবে টাকা খরচা করতে হবে।

Pixel 9 Pro Fold এর ক্যামেরা

ব্যাক ক্যামেরা

এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে এফ/1.7 অ্যাপারর্চারযুক্ত 48MP Quad PD wide ক্যামেরা, এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত 127° fov সহ 10.5MP ultrawide অ্যাঙ্গেল লেন্স এবং এফ/3.1 অ্যাপারর্চারযুক্ত 10.8MP telephoto সেন্সর রয়েছে।

Pixel 9 Pro Fold ফোনটিতে রেয়ার ক্যামেরা সেটআপে 5x optical zoom থেকে 20x Super Res Zoom সহ কাজ করে। এতে অপ্টিকল ইমেজ স্টেবলাইজেশন (OIS) এবং ইলেক্ট্রনিক স্টেবলাইজেশন (EIS) মতো ফিচার যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা

এই ফোনটিতে দুটি সেলফি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একটি সেন্সর ফোনের ভিতরের স্ক্রিনে এবং অন্যটি বাইরের ডিসপ্লেতে রয়েছে। অর্থাৎ ফোনটি ফোল্ড বা আনফোল্ড উভয় অবস্থাতেই সেলফি, ভিডিও কল এবং রিলস বানানো যাবে।

এই ফোনের দুটি ডিসপ্লেতেই Dual PD 10 Megapixel ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত 87° ultrawide এফওভি সাপোর্ট করে। এই দুটি সেন্সরের মাধ্যমে 60FPS 4K video recording করা যাবে।

কনেক্টিভিটি ফিচার

Pixel 9 Pro Fold ফোনটিতে 3 মাইক্রোফোন রয়েছে। এতে স্টিরিও স্পিকার এবং গুগল কাস্ট ফিচার সহ NFC, ডুয়েল অ্যান্টেনা, Bluetooth 5.3 এবং 6GHz Wi-Fi 7 এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here