বিমানযাত্রায় উপভোগ করা যাবে Wi-Fi সার্ভিস, জেনে নিন নতুন নিয়ম

এরোপ্লেনে যাতায়াতকারীদের নয় সুখবর আছে। ধীরে ধীরে চালু হচ্ছে ইন ফ্লাইট ওয়াইফাই সার্ভিস। এখনও পর্যন্ত ভারতের সমস্ত ডোমেস্টিক ফ্লাইতের ক্ষেত্রে এটি চালু করা হয়নি এবং এয়ারলাইনের জন্য এটিকে একটি অন্যতম প্রধান অনবোর্ড সার্ভিস বলে মনে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এই সপ্তাহে ইন ফ্লাইট ওয়াইফাই ব্যাবহার সম্পর্কে নোটিশ জারি করেছে।

এনআরই নিয়মানুযায়ী, যাত্রীবাহী বিমানে ইলেকট্রনিক্স ডিভাইসের অনুমতি থাকলে তবেই ওয়াইফাই সার্ভিস ব্যাবহার করা যাবে। এর জন্য বিমানের কমপক্ষে 3,000 মিটার উচ্চতায় উঠতে হবে। এই নির্দেশের ফলে ফ্লাইটের সময় নিয়ন্ত্রিত পরিস্থিতিতে কানেক্টিভিটি বজায় রাখা সম্ভব হবে।

যাত্রীদের জন্য ইন ফ্লাইট ওয়াইফাই

পিটিআই এর থেকে খবর পেয়ে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে সরকার Flight and Maritime Connectivity (Amendment) Act, 2024 আপডেট করেছে। একইসঙ্গে DOT এর পক্ষ থেকে এক্সে একটি পোস্ট করে নতুন নিয়ম সম্পর্কেও জানানো হয়েছে।

জানিয়ে রাখি Flight and Maritime Connectivity Act প্রথম 2018 সালে চালু করা হয়েছিল। এই আইন অনুযায়ী বিমান যখন 3,000 মিটার উচ্চতায় উড়বে শুধুমাত্র তখনই মোবাইল নেটওয়ার্ক ব্যাবহার করা যাবে। এর নিয়মের মূল ইদ্দেশ্য ছিল গ্রাউন্ড লেভেলের মোবাইল নেটওয়ার্কের সঙ্গে কোনো রকম হস্তক্ষেপ আটকানো।

নতুন নিয়মে স্পষ্ট করে বলা হয়েছে বিমান এই উচ্চতায় পৌঁছানোর পর ওয়াইফি ইন্টারনেট ব্যাবহার করা যাবে। এবং এর জন্য বিমানে ইলেকট্রনিক ডিভাইস ব্যাবহারের অনুমতি থাকতে হবে।

নতুন নিয়মে বলা হয়েছে, “উপধারা (1) অনুযায়ী নির্দিষ্ট ভারতীয় এয়ারপোর্টে বিমানে ইলেকট্রনিক ডিভাইস ব্যাবহারের অনুমতি থাকলে নূন্যতম উচ্চতায় পৌঁছানোর পরেও বিমানে ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট পরিষেবা উপভোগ করা যাবে।”

কিছু মিডিয়া আউটলেটের রিপোর্ট অনুযায়ী এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার মতো কিছু ভারতীয় এয়ারলাইন তাদের বিমানে ওয়াইফাই প্রযুক্তি যোগ করার পদক্ষেপ নিয়েছে। ভিস্তারা কিছু আন্তর্জাতিক এবং লম্বা দূরত্বের ডোমেস্টিক ফ্লাইতে ওয়াইফাই সার্ভিস দিয়ে থাকে। অন্যদিকে ইন্ডিগোর মতো অন্যান্য এয়ারলাইন এবং ভারতের অন্যান্য এয়ারলাইন ভবিষ্যতে ইন ফ্লাইট কানেক্টিভিটি শুরু করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here