আজ থেকে সস্তায় কেনা যাবে মোবাইল ফোন এবং টিভি, কমে যাবে দাম! কমেছে GST

যারা নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে। আজ অর্থাৎ 1 জুলাই 2023 থেকে ভারতের মার্কেটে মোবাইল ফোনসহ আরও কিছু ইলেকট্রনিক আইটেমের ওপর প্রযোজ্য GST কমিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে নতুন ফোন কেনার সময় গ্রাহকদের আগের তুলনায় 19 শতাংশ কম ট্যাক্স দিতে হবে এবং ফিচার ফোনের দাম তো আরও কম হবে। আরও পড়ুন: পুনরায় মার্কেট দখল করতে পারে Micromax, Karbonn এর মতো কোম্পানিগুলি, জেনে নিন কীভাবে

সস্তা হবে মোবাইল ফোন

ভারত সরকারের পক্ষ থেকে মোবাইল ফোন গ্রাহকদের কিছুটা স্বস্তি দিয়ে ফোন কেনার সময় প্রযোজ্য GST কমিয়ে দেওয়া হয়েছে। আগে ফোন কেনার সময় 31.3 শতাংশ জিএসটি দিতে হত। এখন এটি কমিয়ে 12 শতাংশ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্র সরকার 19% এর থেকেও বেশি ট্যাক্স কমিয়ে দিয়েছে এবং এর ফলে সবথেকে বেশি লাভবান হবেন মোবাইল ফোন ক্রেতারা।

মোবাইল ফোনের দামে জিএসটি কমিয়ে দেওয়ার প্রভাব সবথেকে বেশি দেখা যাবে সাধারণ মানুষের পকেটে। এখন থেকে গ্রাহকদের ফোন কেনার সময় সেলিং প্রাইসের সঙ্গে কম ট্যাক্স দিতে হবে। এদিকে জিএসটি কমে যাওয়ার পর মোবাইল কোম্পানিগুলিও তাদের প্রোডাক্টের দাম কমাতে পারে। আগামী দিনে মার্কেটে যে নতুন লটের ফোন আসবে সেগুলির দাম অপেক্ষাকৃত কম হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Samsung Galaxy Z Fold 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

টিভি কেনার সময়ও দিতে হবে কম দাম

মোবাইল ফোনের পাশাপাশি ভারত সরকারের পক্ষ থেকে টেলিভিশনের ওপর ধার্য জিএসটিও কমিয়ে দেওয়া হয়েছে। আগে টিভি কেনার সময় গ্রাহকদের থেকে 31.3 শতাংশ জিএসটি নেওয়া হত, এখন কমিয়ে এই ট্যাক্স 18 শতাংশ করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি বর্তমানে শুধুমাত্র 27 ইঞ্চি বা এর থেকে ছোট স্ক্রিন সাইজের ক্ষেত্রেই এই GST (Goods and Services Tax) কমানো হয়েছে। 27″ এর থেকে বড় মাপের টিভির ক্ষেত্রে এখনও আগের মতো 31.3% ট্যাক্সই দিতে হবে।

এইসব প্রোডাক্টে কমানো হয়েছে GST

মোবাইল ফোন এবং টিভির পাশাপাশি ফ্রিজ, ওয়াশিং মেশিন, পাখা, কুলার, গিজার, মিক্সার, জুসার, ভ্যাকিউম ক্লিনার, LED, ভ্যাকিউম ফ্লাস্ক এবং ভ্যাকিউম বাসনপত্রের মতো হোম অ্যাপ্লায়েন্সের দাম থেকে জিএসটি কমানো হয়েছে। ওপরে দেওয়া ছবিতে এই বিষয়ে সমস্ত তথ্য জানতে পারবেন। আরও পড়ুন: ভারতে 3 জুলাই লঞ্চ হবে Moto Razr 40 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here