WhatsApp এর সিকিউরিটিতে হ‍্যাকারদের হস্তক্ষেপ, বিপদের মুখে ইউজারদের অ্যাকাউন্ট ও ডেটা

গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ হোয়াটস‌অ্যাপ বর্তমানে হ‍্যাকারদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বিপদের সম্মুখীন হয়ে পড়েছে ইউজারদের পার্সোনাল ডেটা। খবর পাওয়া গেছে WhatsApp এ একটি সিকিউরিটি ঘাটতির কারণে ইউজারদের অজ্ঞাতসারে তাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যেতে পারে। হ‍্যাকাররা ইউজারদের ফোন নাম্বার ও অন‍্যান‍্য প্রয়োজনীয় তথ্য ছাড়াই তাদের অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে। এত খারাপের মধ্যে সামান্য একটু ভালো দিক রয়েছে। স্বস্তির খবর হল হ‍্যাকাররা শুধুমাত্র অ্যাকাউন্ট ডিলিট করতে পারে, কোনো ডেটা চুরি করতে পারছে না।

রিপোর্ট অনুযায়ী এর ফলে ইউজারদের হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্ট পাকাপাকিভাবে ডিলিট হতে পারে। এমনকি হোয়াটস‌অ্যাপ ব‍্যবহার করার জন্য ইউজারদের নতুন অ্যাকাউন্ট পর্যন্ত ওপেন করতে হতে পারে। Forbes এর রিপোর্ট অনুযায়ী কিছু সিকিউরিটি রিসার্চার লক্ষ্য করেছেন হোয়াটস‌অ্যাপ ইউজারদের লক করা খুবই সহজ। ভুল টু ফ‍্যাক্টর অথেনটিকেশন কোড ইনপুট করে এমন করা যায়। কয়েক বার ভুল কোড দিলে অটোমেটিক্যালি হোয়াটস‌অ্যাপ 12 ঘন্টার জন্য লক হয়ে যায়। এরপর হ‍্যাকাররা হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্টে নতুন ইমেইল রেজিস্টার করে হোয়াটস‌অ্যাপ সাপোর্ট টীমে নাম্বার হারিয়ে যাওয়া বা চুরির কথা জানিয়ে অ্যাকাউন্ট ডিলিট করার রিকোয়েস্ট জানায়।

রিপোর্টে বলা হয়েছে হোয়াটস‌অ্যাপ সাপোর্ট টীম কোনো ভেরিফিকেশন ছাড়াই অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে। পুরো বিষয়টি শুনতে এত ভয়ংকর মনে হলেও বাস্তবে এটি খুব বেশি কঠিন কিন্তু নয়। একটু সহজ করে বলি? হোয়াটস‌অ্যাপের টু ফ‍্যাক্টর অথেনটিকেশন অর্থাৎ 2FA এনেবল করার জন্য ওটিপি ভেরিফিকেশন করাতে হয়। ওটিপি পাওয়ার জন্য হ‍্যাকারের হাতে আপনার ফোন যাওয়া দরকার। নয়তো ওটিপি পাওয়ার জন্য তাকে ফোন চুরি করতে হবে।

এক কথায়, শুধুমাত্র সেইসব হ‍্যাকাররাই এটা করতে পারবে যে আপনাকে ব‍্যাক্তিগতভাবে খুব কাছ থেকে চেনে। যাকে আপনি বিশ্বাস করে ফোন দেবেন তাদের মধ্যে যে কেউ আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে পারে। আবার ডেক্সটপ অ্যাপ ইউজ করেও ওটিপি পেয়ে হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করা সম্ভব। হোয়াটস‌অ্যাপ সিকিউরিটি ব্রিচ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে 2FA অ্যাক্টিভ থাকা অবস্থায় ইমেইল রেজিস্ট্রেশনের বিষয়ে ইউজারদের সতর্ক থাকতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here