অর্ধেক দামে পাওয়া যাচ্ছে এই কুলার, এবার গরমে শান্তিতে হবে ঘুম

এই অসহ্য গরমে অস্থির সাধারণ মানুষদের জন্য ফ্লিপকার্ট কুলারের দামে এক অসাধারণ ডিল নিয়ে এসেছে। এই অফারে অর্ধেক দামে দারুণ কুলিং সহ কুলার কেনা যাবে। শপিং সাইটে Hindware 50 L Desert Air Cooler পাওয়া যাবে মাত্র 7,799 টাকার বিনিময়ে। এই কুলারের আসল দাম 14,490 টাকা। ফ্লিপকার্টের পক্ষ থেকে এই কুলারের দামে 46% ছাড় দেওয়া হচ্ছে। যেমন অনবদ্য এই কুলারের ডিজাইন তেমনই এর দামে অন্যান্য অফারও পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অফার সম্পর্কে।

কুলারের অফার

  • পুরো দাম দিয়ে Hindware 50 L Desert Air Cooler কিনতে না পারলে কোম্পানি এর দামে EMI অফার দিচ্ছে।
  • নাত্র 1,300 টাকা থেকে 2,600 টাকা পর্যন্ত প্রতি মাসে নো কস্ট EMI এর বিনিময়ে এই কুলার কেয়া যাবে।
  • ফ্লিপকার্টের পক্ষ থেকে এই কুলারের সঙ্গে ফ্রি delivery এবং ক্যাশ অন delivery এর অপশন দিচ্ছে।
  • অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে এই কুলার কিনলে 5% ছাড় পাওয়া যাবে। এছাড়া HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্ট করলে 6 মাসের নো কস্ট EMI এর অপশন দেওয়া হচ্ছে।
  • ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট কার্ড পেমেন্ট করলেও এই কুলারের দামে অফার পাওয়া যাবে।
  • এই কুলারের মোটরে 2 বছর এবং পুরো কুলারে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়।

Hindware 50 L Desert Air Cooler এর ফিচার

  • এই কুলার সাদা ও ব্রাউন কালারে সুন্দর লুক সহ সেল করা হয়।
  • এই কুলার কম বিদ্যুৎ ব্যাবহার করে, ফলে বিদ্যুৎ সাশ্রয়ও করা যাবে।
  • এই ডিভাইস চালানর সময় কোনো শব্দ হয় না, ফলে নির্বিঘ্নে ঘুমানো যাবে।
  • এই কুলারের ওয়াটার লেভেল ইন্ডিকেটরের মাধ্যমে সহজেই কুলারে জলের স্তর দেখা যায়।
  • ক্যাস্টর হুইলের মাধ্যমে এই কুলার সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়।
  • সুন্দর হাওয়া দেওয়ার জন্য এতে 16 ইঞ্চির পাখা যোগ করা হয়েছে।
  • কুলিঙের জন্য এই কুলারে ক্লাসিক উডউল প্যাড দেওয়া হয়েছে।
  • সুইং মোড অন করলে এই কুলার চারদিকে 360 ডিগ্রী পর্যন্ত হাওয়া দিতে সক্ষম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here