ভারতে লঞ্চ হবে না HMD Arrow, বদলানো হবে নাম! জেনে নিন কারণ

আইপিএল 2024 চলাকালীন নোকিয়া স্মার্টফোন নির্মাতা টেক কোম্পানি এইচএমডি গ্লোবাল টিজ করেছিল, ভারতে আসন্ন প্রথম এইচএমডি স্মার্টফোনটি HMD Arrow নামে লঞ্চ করা হবে। এই ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছিল। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আপকামিং ফোনটি নাম পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ HMD Arrow ফোনটি ভারতে লঞ্চ করা হবে না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি ভারতে লঞ্চ না হওয়ার সম্পর্কে।

Table of Contents

HMD Arrow

এইচএমডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) এর মাধ্যমে জানিয়েছে ভারতে আসন্ন প্রথম এইচএমডি স্মার্টফোনটি HMD Arrow নামে লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই নামের জন্য তাদের ভারতে কপিরাইট এর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ, এই ‘Arrow’ টাইটেলটির অপর অন্য একটি কোম্পানির মালিকানা রয়েছে, ফলে HMD Global তাদের আসন্ন স্মার্টফোনে

Arrow নামটি ব্যাবহার করতে পারবে না। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারতে সেল হওয়া HMD স্মার্টফোনের নাম নতুন করে নির্ধারণ করার জন্য আরও কিছু দিন সময় লাগবে অর্থাৎ এই ফোনটির লঞ্চের জন্য এখনও অনেকটাই সময় অপেক্ষা করতে হবে।

HMD Vibe

  • প্রসেসর: HMD Vibe কিছু দিন আগেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। এতে প্রসেসিঙের জন্য 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 680 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • ডিসপ্লে: HMD Vibe ফোনে 720 x 1480 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এইপিএস এলসিডি প্যানেল দিয়ে এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে।
  • স্টোরেজ: গ্লোবাল মার্কেটে এই ফোনটি 6GB RAM সহ পেশ করা হয়েছে। এতে 4GB virtual RAM রয়েছে, যার মাধ্যমে ফোনটিতে 10GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য HMD Vibe ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট চার্জিং এবং ইউএসবি টাইপ সি পোর্ট সহ 4,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: সিকিউরিটির জন্য এই ফোনে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে 3.5 মিমি জ্যাক, ব্লুটুথ 5.0 এবং 4জি সার্ভিস রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here