নোকিয়া স্মার্টফোনের মালিক কোম্পানি HMD তাদের ব্র্যান্ডের নিজস্ব মোবাইল ফোন লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আমরা এই ফোনের ফার্স্ট লুক শেয়ার করেছি। জানিয়ে রাখি গত বছর IMEI ডেটাবেসে HMD এর দুটি ফোন দেখা গিয়েছিল। নিচে নতুন লিক রেন্ডার সম্পর্কে জানানো হল।
HMD স্মার্টফোন রেন্ডার লুক (লিক)
- IMEI ডেটাবেসে HMD এর দুটি নতুন ফোন N159V এবং TA-1585 মডেল নাম্বার সহ দেখা গেছে।
- আমরা N159V মডেল নাম্বার সহ HMD এর প্রথম ফোনটির ইমেজ রেন্ডার ইন্ডাস্ট্রির বিশেষ সোর্স থেকে পেয়েছি। তবে সোর্স থেকে ফোনের সঠিক নাম জানা যায়নি।
- নিচের ছবিতে ফোনটি ব্ল্যাক কালার এবং ম্যাট ফিনিশ ব্যাক সহ দেখা গেছে। এর ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি করা হতে পারে।
- ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট সহ ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন অবস্থিত।
- ফোনের ব্যাক প্যানেলে মাঝ বরাবর HMD লোগো দেখা গেছে। গত বছর EUIPO লিস্টিঙেও এটি দেখা গেছে।
- সমস্ত ডিজাইন দেখে মনে করা হচ্ছে এই স্মার্টফোন কম বাজেটে লঞ্চ করা হতে পারে।
জানিয়ে রাখি 2024 সালের এপ্রিল মাসের মধ্যে HMD গ্লোবালের ফোন লঞ্চ করা হতে পারে। এই ফোন অত্যন্ত কম দামে এবং মূলত অনলাইন মার্কেটের কথা মাথায় রেখে তৈরি করা হতে পারে। অর্থাৎ এই ফোন আমাজন, ফ্লিপকার্ট এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হতে পারে। এছাড়াও মার্কেটে উপস্থিত অন্যান্য ব্র্যান্ডকে টক্কর দেওয়ার জন্য HMD বেশি ওএস আপডেট অফার করতে পারে। এছাড়া ইউজাররা স্টক অ্যান্ড্রয়েড ওএস পর্যন্ত পেতে পারেন।