সাল 2021 মোবাইল টেক্নোলজি এর ক্ষেত্রে 5G কে নিয়ে স্বর্ন বর্ষ বলা যাবে। সালের শূরুতেই কিছু টেক ব্র্যান্ডস বা মোবাইল কোম্পানিগুলি নিজের 5জী স্মার্টফোন বাজারে ছেড়ে দিয়েছে। দামি ডিভাইস থেকে শুরু করে মিড রেঞ্জ সেগমেন্ট এও 5G স্মার্টফোন আসছে আর আগামী দিনে 15,000 টাকা পর্যন্ত বাজেটেও 5 জী ফোন উপলব্ধ হবে এমনই অননুমান করা হচ্ছে। এই সময়ে এখন Nokia এর নামও জুড়তে চলেছে। HMD Global এর অধিকারিক পক্ষ বলে দিয়েছে যে কোম্পানি ভারতে এফোর্ডেবল 5 জী স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।
Nokia ব্রান্ড এর মালিকানা রাখা টেক কোম্পানি HMD Global এর তথ্য এসেছে যে কোম্পানি ইন্ডিয়াতে এফোর্ডেবল 5G স্মার্টফোন আনার যোজনা করছে। ফিনিশ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সংমিত কোচর ফাইনানশিয়াল এক্সপ্রেস এর সাথে হওয়া এক ইন্টারভিউ এ বলেছে সোর্সিং থেকে শূরু করে সেলের জন্য ভারত একটি মহত্য পূর্ন বাজার আর কোম্পানি এখানে কম দামের 5জী স্মার্টফোন লঞ্চ করার যোজনায় আছে । সংমীত বলেছেন যে Google, Qualcomm আর Nokia Technologies এর মধ্যে কিছু দিনে 230 মিলিয়ন ইউএস ডলার এর নিবেশ ও হয়েছে।
এই স্মার্টফোন গুলি লঞ্চ হতে পারে
এচএমডি গ্লোবাল বা নোকিয়া এখনো পর্যন্ত 5জি মোবাইল ফোনের নামের থেকে পর্দা এখনো ওঠায়নি কিন্তু বিগত দিনে সামনে আসা রিপোর্ট অনুসারে কোম্পানি চারটি নতুন স্মার্টফোন এর উপর কাজ করছে যা কিনা খুব শীঘ্রই মার্কেটে পদক্ষেপ করবে । এই স্মার্টফোনে Nokia 5.5 5G, Nokia 7.4 5G, Nokia 8.4 5G আর Nokia 9.x PureView যোগ হতে পারে। যদিও এই কথারও সম্ভাবনা আছে হয়ত স্মার্টফোন বাজারে অন্য নামের সাথে প্রবেশ করতে পারে।
এছাড়াও মীডিয়া রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি সালের প্রথমে দুটি স্মার্টফোন লঞ্চ করবে আর NOKIA 7.4 5G এর মধ্যে একটি মোবাইল ফোন হতে পারে। বলা হয়েছে এই স্মার্টফোন কোওয়ালকমের স্ন্যাপড্রাগন 480 SoC এর সাথে আসবে যা কিনা হালেই প্রকাশ করা হয়েছে । বিগত দিনে নোকিয়া কুয়িকসিল্ভার কোডনেম এর সাথে HMD গ্লোবাল এর একটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চ এও লিস্ট হয়েছিল।
লিস্টিং থেকে জানা গিয়েছিল স্মার্টফোনে 6GB র্যাম আর Android 11 অপারেটিং সিস্টেমের সাথে পেশ করা হবে। অন্যএ স্মার্টফোন 1.8GHz চিপসেট এ কাজ করবে যার নাম দেওয়া হয়নি। ফোনটিকে সিঙ্গেল-কোরের জন্য 466 আর মাল্টি কোরের জন্য 1487- পয়েন্টস পেয়েছে। এই স্কোর থেকে জল্পনা করা যাচ্ছে নোকিয়া কুইকসিল্ভার কে একটি বাজেট প্রসেসরের সাথে পেশ করা যাবে। সম্ভাবনা আছে এই ফোনটি নতুন স্ন্যাপড্রাগন480 5জী চিপসেট দেওয়া যেতে পারে।