ভারতের বাজারে 35,999 টাকা দামে এবং Snapdragon 7s Gen 2 প্রসেসর সহ HMD Skyline ফোনটি লঞ্চ হয়ে গেছে। এবার কোম্পানি গ্লোবাল বাজারে তাদের MD Vibe Pro ফোনটি লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফোনটির ডিটেইলস ইন্টারনেটে লিক হয়ে গেছে। এই পোস্টে MD Vibe Pro ফোনের ছবি এবং স্পেসিফিকেশন জানানো হল।
HMD Vibe Pro ফোনের দাম (লিক)
HMD Vibe Pro ফোনটির লিকে বলা হয়েছে এই ফোনটির দাম 180 ইউএস ডলারের কাছাকাছি হতে পারে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 15,000 টাকা। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি প্রথমে আমেরিকায় পেশ করা হবে। আপাতত HMD Vibe Pro ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। জানিয়ে রাখি লিকে এই ফোনের কোডনেম HMD “Seahawk Pro” বলে জানানো হয়েছে।
HMD Vibe Pro ফোনের ছবি (লিক)
HMD Vibe Pro ফোনের স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: লিক অনুযায়ী HMD Vibe Pro ফোনে 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হবে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেটে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
- প্রসেসর: এই ফোনে 2.4GHz ক্লক স্পীডজ্জুক্ত Snapdragon 680 অক্টাকোর প্রসেসর থাকবে বলে জানা গেছে।
- স্টোরেজ: HMD Vibe Pro ফোনটিতে 8GB RAM থাকতে পারে। ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে বলে শোনা যাচ্ছে।
- রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। লিক অনুযায়ী এতে 50MP প্রাইমারি ও 2MP সেকেন্ডারি সেন্সর যোগ করা হবে।
- ফ্রন্ট ক্যামেরা: সেলফি ও ভিডিও কলের জন্য এই আপকামিং ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।