21শে নভেম্বর লঞ্চ হবে অনার 10 লাইট, শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে থাকবে অসাধারণ স্টাইল

হুয়াইয়ের সাব ব্র‍্যান্ড অনার এবছর তাদের হাইএন্ড ফ্ল‍্যাগশিপ ডিভাইস অনার 10 ভারতে লঞ্চ করেছিল। এই ফোনটি কোম্পানি নচ ডিসপ্লের সঙ্গে পেশ করে যা 32,999 টাকা দামে সেল করা হয়। অত‍্যন্ত স্টাইলিশ অনার 10 এর পর কোম্পানি এখন তাদের ফ‍্যানদের জন্য নতুন ডিভাইস লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী 21শে নভেম্বর অনার আন্তর্জাতিক স্তরে অনার 10 এর নতুন ভার্সন অনার 10 লাইট পেশ করতে চলেছে।

জেনে নিন কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করবেন?

অনার ঘোষণা করে দিয়েছে কোম্পানি আগামী 21শে নভেম্বর টেক মঞ্চে তাদের নতুন স্মার্টফোন অনার 10 লাইট পেশ করে দেবে। অনার বলেছে নভেম্বরের 21 তারিখ চীনের বেজিং শহরে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চে কোম্পানি অনার 10 লাইট পেশ করবে। নাম থেকেই বোঝা যাচ্ছে এটি অনার 10 এর ছোট ভার্সন হবে যা আরও কম দামে লঞ্চ করা হবে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অনার 10 লাইটের স্পেসিফিকেশন জানানো হয়নি। তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হবে যা কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করবে। অনার 10 লাইটের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হবে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকবে।

মাত্র 189 টাকার বিনিময়ে ভোডাফোন নাম্বারে 56 দিন করা যাবে ফ্রি কল, সঙ্গে 2 জিবি 4জি ডেটা

অনার 10 লাইটের স্পেসিফিকেশনের জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। তবে এটুকু নিশ্চিতরূপে বলা যায় এই ফোনটিও অনার 10 এর মতোই অত্যন্ত স্টাইলিশ লুক ও ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হবে। তবে চীনে লঞ্চের পর ফোনটি ভারতে আসতে কয়েক দিন সময় লাগতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here