জানা গেল ভারতে HONOR 200 5G সিরিজের লঞ্চ ডেট, জেনে নিন কবে লঞ্চ হবে এই অসাধারণ স্মার্টফোনগুলি

HONOR তাদের 200 সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। আগামী 18 জুলাই এই সিরিজের অধীনে HONOR 200 এবং HONOR 200 Pro 5G স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে শপিং সাইট প্ল্যাটফর্ম আমাজনে টিজার এবং মাইক্রোব্লগিং সাইটের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে।

HONOR 200 5G সিরিজের ভারতীয় লঞ্চ ডেট

  • শপিং সাইট আমাজনের মাধ্যমে প্রকাশ্যে আসা টিজার অনুযায়ী HONOR 200 5G সিরিজ আগামী 18 জুলাই দুপুর 12:00 টায় লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে HONOR 200 এবং 200 Pro স্মার্টফোন দুটি পেশ করা হবে।
  • কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ব্ল্যাক এবং মুনলাইট হোয়াইট এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হবে।
  • মাইক্রোসাইটের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই ফোনের ডায়মেনশন 7.7mm পাতলা হবে বলে জানা গেছে।

HONOR 200 5G এর স্পেসিফিকেশন

  • HONOR 200 5G স্মার্টফোনে 6.7 ইঞ্চির কোয়াড-কার্ভ সহ পাঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে দেওয়া হবে। অন্যদিকে HONOR 200 Pro 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চির কোয়াড-কার্ভ ডিসপ্লে দেওয়া হবে। সেলফির ক্যামেরা জন্য এই ফোনে পিল-শেপড কাটআউট থাকবে। এই দুটি মডেলেই 120Hz রিফ্রেশ রেট, 100% DCI P3 ওয়াইড কালার গামুট, 3840Hz হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এবং 4000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হবে।
  • কোম্পানির বক্তব্য অনুযায়ী আপকামিং স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং OIS ফিচারযুক্ত 50MP টেলিফটো ক্যামেরা দেওয়া হবে।
  • Honor 200 5G সিরিজের স্মার্টফোনে 100W ওয়্যার চার্জিং ফিচার সহ 5,200mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।
  • আপকামিং HONOR 200 5G সিরিজের স্মার্টফোনে AI-ফিচারযুক্ত ম্যাজিক OS 8.0 সহ অ্যান্ড্রয়েড 14 সহ কাজ করবে।
  • ম্যাজিক ওএস 8.0 সহ এআই ফিচার দেওয়া হবে। একইসঙ্গে ম্যাজিক পোর্টাল, ম্যাজিক ক্যাপসুল, প্যারালাল স্পেস এবং অনেক ফ্ল্যাগশিপ লেবেলের এআই ফিচার যোগ করা হবে।

জানিয়ে রাখি আমারা 3 জুলাই জানিয়েছিলাম HONOR 200 5G সিরিজটি আগামী 18 জুলাই লঞ্চ করা হবে। আমাদের কথাই সঠিক প্রমাণিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here