108MP ক্যামেরা, 50MP সেলফি ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল Honor 200 lite 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Hono তাদের Honor 200 এবং Honor 200 Pro স্মার্টফোন পেশ করার পর, এই সিরিজের অধীনে Honor 200 lite 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই নতুন স্মার্টফোনটি 6.78mm আলট্রা স্লিম ডিজাইন ও 108MP রেয়ার ক্যামেরা এবং 50MP ফ্রন্ট ক্যামেরা সহ পেশ করেছে। এই ফণটির ফ্রন্টে আইফোনের মতো ক্যাপসুল ডিজাইন রয়েছে। নিচে লঞ্চ হওয়া Honor 200 lite স্মার্টফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

Honor 200 lite 5G এর দাম এবং সেল

কোম্পানির পক্ষ থেকে Honor 200 lite 5G স্মার্টফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ ভারতীয় বাজাররে পেশ করা হয়েছে। ভারতে এই ফোনটির দাম 17,999 টাকা রাখা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসেবে 2,000 টাকা ব্যাঙ্ক অফার সহ ফোনটি 15,999 টাকা দামে সেল করা হচ্ছে। আগামী 26 সেপ্টেম্বর রাত 12:00টা থেকে আমাজন ইন্ডিয়া ফেস্টিভেল সেলের মাধ্যমে সেল শুরু হবে।

Honor 200 lite 5G এর ডিজাইন

Honor 200 lite 5G ফোনটির ডিজাইন স্মার্ট এবং স্লিক দেখতে লাগছে। এই ফোনটির বডি ফলিকার্বনেট প্ল্যাস্টিক দিয়ে তৈরি এবং এর থিকনেস 6.78 এমএম ও এর ওজন 166 গ্রাম। কোম্পানির পক্ষ থেকে ফোনটি স্টেরি ব্লু, সিয়ান লেক এবং মিডনাইট ব্ল্যাকের মতো তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটিতে আইপি52 রেটিং রয়েছে।

Honor 200 lite 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Honor 200 lite 5G ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2,000 নিটস পীক ব্রাইটনেস এবং 1200 নিটস হাই ব্রাইটনেস মোড দেওয়া হয়েছে। এই ফোনটিতে টু বডি রেশিয় 93.7% এবং 3240Hz হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট রয়েছে। চারা ফোনটিতে চোখের সুরক্ষার জন্য টিইউবি সার্টিফিকেশন যোগ করা হয়েছে। ডিসপ্লেতে সাধারণ পাঞ্চ হোল এবং ওয়াটারড্রপ কাটআউট থেকে আলাদা ক্যাপসুল নচ দেওয়া হয়েছে। এতে সেলফি ক্যামেরা সহ ফ্ল্যাশ রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এর নাম ম্যাজিক ক্যামসুল রাখা হয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Honor 200 lite ফোনটিতে 2.4GHz পর্যন্ত ম্যাক্স ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: ফোনটিতে 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে টার্বো ফিচার দেওয়া হয়েছে। এর সাহায্যে 16GB পর্যন্ত স্টোরেজ পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: Honor 200 lite ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এলইডি লাইট সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 35 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য এবং AI ফিচার: Honor 200 lite স্মার্টফোনটিতে ম্যাজিক পোর্টাল 14, ম্যাজিক লক স্ক্রিন, AI ফটোগ্রাফি, ইনস্ট্যান্ট মুভি এর মতো ফিচারগুলি রয়েছে। একইসঙ্গে ফোনটিতে ম্যাজিক ক্যাপসুলের মাধ্যমে স্ক্রিনেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখা যাবে। এছাড়াও ফোনটিতে কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, 4G এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম: Honor 200 lite 5G স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here