এইসিন ভারতে লঞ্চ হবে HONOR এর দারুণ স্মার্টফোন, অসাধারণ ডিজাইনের সঙ্গে থাকবে 108MP ক্যামেরা

এই বছর জুন মাসে গ্লোবাল বাজারে লঞ্চের পর এবার ভারতে Honor 200 Lite লঞ্চ হতে চলেছে। বিভিন্ন লিক প্রকাশ্যে আসার পর এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে এই আপকামিং ফোনে গ্লোবাল মডেলের মতো 108MP রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 200 Lite ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে।

Honor 200 Lite ফোনের ভারতে লঞ্চ এবং সেল

  • HONOR এর পক্ষ থেকে কোম্পানি বাজারে তাদের HONOR 200 সিরিজের আপকামিং ফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী 19 সেপ্টেম্বর, 2024 দুপুর 12টার সময় ভারতে HONOR 200 Lite ফোনটি লঞ্চ করা হবে।
  • এই ফোনে সুপার লাইট ওয়েট বডি, দারুণ পোর্ট্রেট সেলফি এবং সুন্দর ডিসপ্লের জন্য ইউজারদের মধ্যে জনপ্রিয়তা লাভ করবে বলে জানা গেছে।
  • এই ফোনে এইসব ফিচার সহ একটি স্লিক, মজবুত এবং এলিগেন্ট ডিজাইন পাওয়া যাবে। সহজ ব্যাবহার এবং অত্যাধুনিক ফিচার সহ HONOR 200 Lite ফোনটি Amazon.in, www.explorehonor.com এবং অফলাইন রিটেইলস স্টোরের মাধ্যমে সেল করা হবে।

দারুণ ডিজাইন এবং আকর্ষণীয় কালার

HONOR 200 Lite ফোনটিতে মজবুতি এবং স্টাইলের এক দারুণ মেলবন্ধন দেখা যাবে। কোম্পানির দেওয়া ডিটেইলস থেকে জানা গেছে এই ফোনের থিকনেস মাত্র 6.78mm এবং ওজন 166g হবে। হাত থেকে পড়ে ভেঙ্গে যাওয়া, স্ক্র্যাচ পড়া প্রভৃতি অত্যন্ত সাধারণ ড্যামেজ থেকে সুরক্ষিত রাখার মতো করে ডিজাইন করা হয়েছে এবং এই ফোনে SGS 5-স্টার ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এই স্টাইলিশ ফোনটি আকর্ষণীয় স্টারি ব্লু, সিয়ান লেক এবং মিডনাইট ব্ল্যাক কালারে লঞ্চ করা হবে।

Honor 200 Lite ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন (কনফার্ম)

  • Honor 200 Lite ফোনে f/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ডেপ্থ সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত ম্যাক্রো লেন্স যোগ করা হবে।
  • এই ফোনটিতে 1x এনভায়ারমেন্টাল পোর্ট্রেট, 2x অ্যাটমস্ফিয়ারিক পোর্ট্রেট এবং 3x ক্লোজ আপ পোর্ট্রেট মোডের মতো বিভিন্ন পোর্ট্রেট মোড থাকবে বলে শোনা যাচ্ছে। এছাড়া কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি অন্ধকারেও দারুণ ডিটেইলস সহ ছবি তুলতে সক্ষম হবে। Honor 200 lite 5G ফোনে অসাধারণ সেলফির জন্য AI ওয়াইড অ্যাঙ্গেল ফাংশনালিটি সহ 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।

Honor 200 lite 5G ফোনের স্পেসিফিকেশন (গ্লোবাল)

জানিয়ে রাখি এই ফোনটি কয়েক মাস আগে গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে। ভারতে আসন্ন মডেলেও গ্লোবাল মডেলের মতোই স্পেসিফিকেশন থাকবে। এই গ্লোবাল মডেলের ডিটেইলস নিচে শেয়ার করা হল।

  • স্ক্রিন: Honor 200 Lite 20.1:9 অ্যাসপেক্ট রেশিওতে নির্মিত যা 2412 x 1080 পিক্সেল রেজলিউশন এবং 6.7 ইঞ্চি FullHD+ সাপোর্ট করে। এই স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেট এবং 2000নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: Honor 200 Lite স্মার্টফোনটি Android 14 এ লঞ্চ করা হয়েছে যা MagicOS 8.0 এ কাজ করে। প্রসেসিং এর জন্য এই ফোনে 6nm ফ্যাব্রিকেশনে নির্মিত একটি MediaTek Dimensity 6080 octacore প্রসেসর রয়েছে যা 2.4GHz ক্লক স্পিডে রান করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 GPU রয়েছে।
  • রেয়ার ক্যামেরা: এই স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে F/1.75 অ্যাপারচার যুক্ত একটি 108MP প্রাইমারি সেন্সর রয়েছে, যা F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 5MP ওয়াইড ডেপথ সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো সেন্সরের সাথে কাজ করে।
  • ফ্রন্ট ক্যামেরা: Honor 200 Lite সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি একটি F/2.1 অ্যাপারচার লেন্স যা 2D Face Recognition টেকনোলজি সাপোর্ট করে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Honor 200 Lite স্মার্টফোনটিতে একটি 4,500mAh ব্যাটারি রয়েছে, যা 35W সুপারচার্জ টেকনোলজি সাপোর্ট করে।
  • অন্যান্য: Honor 200 Lite ফোনে কানেক্টিভিটির জন্য 5GHz Wi-Fi, Bluetooth 5.1 এবং OTG-এর মতো অপশন রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Honor 200 lite 5G ফোনের সম্ভাব্য দাম

  • টিপস্টার মুকুল শর্মার এক্স পোস্ট অনুযায়ী ভারতে Honor 200 Lite 5G ফোনটি সেপ্টেম্বর মাসের শেষের দিকে লঞ্চ করা হতে পারে।
  • টিপস্টার আরও জানিয়েছেন এই Honor 200 Lite 5G ফোনটির দাম ভারতে 25,000 টাকার চেয়ে কম রাখা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here