4,500 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Vivo S1 Pro

বেশ কিছু দিন আগে Vivo আন্তর্জাতিক মঞ্চে তাদের “এস” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন ডিভাইস Vivo S5 লঞ্চ করেছিল। এই ফোনটি চীনা মার্কেটে পেশ করা হয়েছে যা ডায়মন্ড শেপের রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে তৈরি। এমনই ক‍্যামেরা শেপযুক্ত একটি নতুন স্মার্টফোন ফিলিপিন্সে লঞ্চ করা হয়েছে, যার নাম Vivo S1 Pro। কোম্পানির এই নতুন স্মার্টফোন কয়েক দিন আগে লিক হ‌ওয়া Vivo V17 এর মতো ডিজাইনে তৈরি। মনে করা হচ্ছে ফিলিপিন্সে লঞ্চ করা Vivo S1 Pro ফোনটিই আগামী দিনে ভারতে লঞ্চ করা Vivo V17 নামে লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন ; Realme এর হিট স্ট্রোক : মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল 5,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Realme 5s

Vivo S1 Pro লুক

Vivo S1 Pro ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ডায়মন্ড শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে চারটি ক‍্যামেরা সেন্সর আছে। এই চারটি সেন্সরের মধ্যে তিনটি সেন্সর ভার্টিক‍্যাল শেপে এবং চতুর্থ সেন্সর এই তিনটি সেন্সরের ডানদিকে অবস্থিত। ক‍্যামেরা সেন্সরের বাঁদিকে “মিউজিক ওয়েভ” এর মতো সাইন তৈরি করা হয়েছে। ক‍্যামেরা সেট‌আপের ডায়মন্ড শেপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে নিচে ভার্টিক‍্যাল শেপে “Vivo Camera & Music” লেখা আছে।

Vivo S1 Pro এর ব‍্যাক প‍্যানেলে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা সিকিউরিটি সেন্সর নেই, বরং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর ওপর দিকে “ইউ” শেপের নচ আছে। ডিসপ্লের নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন এবং নিচের প‍্যানেলে ইউএসে পোর্ট দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নড়ে গেছে টেলিকম সেক্টর, সমস‍্যায় পড়বে সাধারণ মানুষ, দাম বাড়বে সব প্ল‍্যানের

কোয়াড ক‍্যামেরা

Vivo S1 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের GM1 সেন্সর আছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo S1 Pro তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Vivo S1 Pro স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Vivo S1 Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লেযুক্ত। Vivo S1 Pro তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.2 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে।

আরও পড়ুন : Google এর পছন্দ হয়েছে উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে তৈরি গেম, নমিনেট হয়েছে Best Game এর জন্য

ফিলিপিন্সে Vivo S1 Pro ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo S1 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফিলিপিন্সে এই ফোনটি PHP 15,999 দামে লঞ্চ করা হয়েছে, ভারতীয় টাকায় এই দাম প্রায় 22,600 টাকার সমান। Vivo S1 Pro ফোনটি ফ‍্যান্সী স্কাই ও নাইট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here