64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে ভারতে এল Realme X2 Pro, সমস‍্যায় পড়বে OnePlus

ভারতে অত্যন্ত দ্রুত সফলতা অর্জন করা চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Realme গত পরশু গত পরশু ভারতে এক সঙ্গে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতীয় মার্কেটে Realme X2 Pro ও Realme 5s পেশ করা হয়েছে। এই দুটি ফোনের মধ্যে Realme X2 Pro ফোনটি আগেই কোম্পানির ঘরোয়া মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি Realme X2 Pro এর মাস্টার এডিশন‌ও পেশ করেছে। চলুন Realme X2 Pro এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : নড়ে গেছে টেলিকম সেক্টর, সমস‍্যায় পড়বে সাধারণ মানুষ, দাম বাড়বে সব প্ল‍্যানের

অসাধারণ ক‍্যামেরা

Realme X2 Pro ফোনটিতে 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেল GW1 প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেল টেলিফোটো লেন্সের সঙ্গে 20x হাইব্রিড জুম সাপোর্ট, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে 115 ডিগ্রি ফিল্ড অফ ভিউ আছে যা 2.5 এম‌এম ম‍্যাক্রো শট নিতে সক্ষম। এছাড়া এই ফোনটি 4K 60 fps ভিডিও এবং 960 fps স্লো মোশান রেকর্ড করতে পারে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ডিসপ্লে

Realme X2 Pro তে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির সুপার এমোলেড ফ্লুইড ডিসপ্লে আছে। এই ফোনটির আসপেক্ট রেশিও 20:9, রিফ্রেশ রেট 90 হার্টস এবং স‍্যাম্পেলিং রেট 135 হার্টস। ফোনটির ডিসপ্লে প‍্যানেল ডিসি ডিমিং 2.0 টেকনিক সাপোর্টের সঙ্গে পেশ করা হয়েছে। Realme X2 Pro এর স্ক্রিন টু বডি রেশিও 91.7 শতাংশ এবং স্ক্রিন প্রোটেকশনের জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে।

আরও পড়ুন : Google এর পছন্দ হয়েছে উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে তৈরি গেম, নমিনেট হয়েছে Best Game এর জন্য

র‍্যাম, স্টোরেজ ও প্রসেসর

Realme X2 Pro তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855+ এর সঙ্গে 8 জিবি ও 12 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনে 128 জিবি (ডুয়েল চ‍্যানেল ইউএফ‌এস 2.1), 256 জিবি (ইউএফ‌এস 3.0) এবং 512 জিবি (ইউএফ‌এস 3.0) স্টোরেজ আছে।

অপারেটিং সিস্টেম ও কানেক্টিভিটি

কানেক্টিভিটির জন্য Realme X2 Pro তে 4জি এলটিই, ওয়াইফাই 802.11এসি, ব্লুটুথ ভার্সন 5.0, জিপিএস/ এ-জিপিএস, এন‌এফসি, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক আছে। ডুয়েল সিমযুক্ত এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কালার ওএস 6.1 এ কাজ করে।

আরও পড়ুন : মহারাষ্ট্রে দুর্ঘটনা : আগুন লাগল Xiaomi Redmi Note 7S স্মার্টফোনে

শক্তিশালী ব‍্যাটারী

এই ফোনে 50 ওয়াট সুপার ভুক ফ্ল‍্যাশ চার্জ সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই টেকনোলজির দৌলতে মাত্র 35 মিনিটের মধ্যে ফোনের ব‍্যাটারী পুরোপুরি চার্জ হয়ে যায়। এছাড়া এই ফোনে ডলবি অ্যাটমস ও হাই রেঞ্জ অডিও টেকনোলজি সাপোর্টের সঙ্গে ডুয়েল স্পীকার দেওয়া হয়েছে।

দাম

ভারতে Realme X2 Pro  লঞ্চের সময়‌ই কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম‌ও ঘোষণা করা হয়েছে। ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা এবং 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 33,999 টাকা রাখা হয়েছে। এই দুটি ভেরিয়েন্ট‌ই হোয়াইট ও ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Realme X2 Pro এর মাস্টার এডিশন 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে এবং এই ভেরিয়েন্টটি 34,999 টাকা দামে পেশ করা হয়েছে।

আরও পড়ুন : Exclusive : লঞ্চ হল Redmi Note 8 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট, দাম 9,799 টাকা

Realme X2 Pro ফোনটি আগামী 26 নভেম্বর থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্টে সেল করা হবে। তবে সেলে অংশগ্রহণ করার জন্য ইনভাইট পেতে হবে। এই ইনভাইট 21 নভেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত ফ্লিপকার্ট ও রিয়েলমি ডট কম থেকে পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here