ভারতে আসতে চলেছে Honor 9X, এতে থাকবে 8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 48 মেগাপিক্সেল রেয়ার ও পপ-আপ সেলফি ক‍্যামেরা

অনার কোম্পানির চীনে হয়ে যাওয়া কথাবার্তার ওপর ভিত্তি করে আমরা গত মাসেই জানিয়েছিলাম এই টেক কোম্পানি ভারতে তাদের “এক্স” সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে এবং এই উদ্দেশ্য নিয়ে ব্র‍্যান্ডের আগামী স্মার্টফোন Honor 9X লঞ্চ করা হবে। এবার স্বয়ং অনার ইন্ডিয়া আমাদের এই কথা সত্য প্রমাণ করে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে Honor 9X পেশ করতে চলেছে। কোম্পানি তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে Honor 9X এর লঞ্চ সম্পর্কিত তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : দেখে নিন 2019 সালে ভারতীয়রা কোন ফিল্ম, গান, পার্সোনালিটি এবং নিউজ Google এ সবচেয়ে বেশি সার্চ করেছে?

কোম্পানি টুইটারে টিজ করা শুরু করে দিয়েছে যে অনার ভারতে তাদের “এক্স” সিরিজের নতুন স্মার্টফোন আসতে চলেছে। কোম্পানি এখনও তাদের আগামী স্মার্টফোন ও এর লঞ্চ ডেটা সম্পর্কে না জানালেও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি ভারতে তাদের আগামী ফোনটি চলে আসবে। অনার তাদের এই আগামী স্মার্টফোন ItsMyX এর সঙ্গে টুইট করছে। প্রসঙ্গত জানিয়ে রাখি কোম্পানি তাদের Honor 9X এর সঙ্গে Honor 9X Pro স্মার্টফোন‌ও লঞ্চ করতে পারে এবং মনে করা হচ্ছে এই ফোনদুটি এই মাস শেষ হ‌ওয়ার আগেই ভারতীয় মার্কেটে চলে আসবে।

কেমন হবে লুক?

আপনাদের আগে জানিয়ে রাখি চীনের মার্কেটে আগেই Honor 9X এবং Honor 9X Pro লঞ্চ করা হয়ে গেছে। এই দুটি ফোন‌ই পপ আপ সেলফি ক‍্যামেরাসহ বেজল লেস ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। দুটি ফোনের‌ই ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট অবস্থিত। ব‍্যাক প‍্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই তবে নিচের দিকে “Honor” এর ব্র‍্যান্ডিং আছে। সিকিউরিটির জন্য ফোনের ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের ডানদিকের প‍্যানেলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Exclusive : জানুয়ারিতে ভারতে অন‍্যরকম লুকের সঙ্গে লঞ্চ হবে পপ-আপ ক‍্যামেরাওয়ালা OPPO F15

ফিচার ও স্পেসিফিকেশন

Honor 9X সিরিজের এই দুটি স্মার্টফোনেই 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনদুটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ইএম‌ইউআই 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.27 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে হুয়াইয়ের কিরীন 810 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য Honor 9X ও Honor 9X Pro তে জিপিইউ টার্বো 2.0 টেকনিক দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Honor 9X ও Honor 9X Pro এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের সোনী আইএম‌এক্স586 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে দুটি ফোনেই 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এই দুটি সেন্সর ছাড়াও Honor 9X Pro তে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য দুটি ফোনেই এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Infinix আনতে চলেছে অত্যন্ত সস্তা পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা ফোন, নতুন বছরেই হবে লঞ্চ

Honor 9X ও Honor 9X Pro দুটি ফোন‌ই ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সঙ্গে সিকিউরিটি ও ফোন আনলকের জন্য দুটি ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Honor 9X ও Honor 9X Pro তে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। আলা করা হচ্ছে ভারতেও ফোনদুটি এক‌ই স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here