Infinix আনতে চলেছে অত্যন্ত সস্তা পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা ফোন, নতুন বছরেই হবে লঞ্চ

Iconic Image from Google

Infinix এর নাম সেইসব স্মার্টফোন কোম্পানির লিস্টে আসে যারা অত্যন্ত অ্যাগ্ৰেসিভ দামে তাদের স্মার্টফোন লঞ্চ করে। এই কোম্পানি সুন্দর লুক ও অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন খুব কম দামেই পেশ করে। Infinix গত মাসে ভারতে Infinix S5 Lite লঞ্চ করেছিল যা বর্তমানে ভারতে সবচেয়ে কম দামে লঞ্চ হ‌ওয়া পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা ফোনগুলির মধ্যে একটি। কোম্পানি বর্তমানে ভারতে তাদের টেকনোলজি আরও এগিয়ে নিয়ে যেতে চলেছে। Infinix সম্পর্কে একটি নতুন খবর পাওয়া গেছে যে কোম্পানি এবার পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন নিয়ে কাজ করছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে এই ফোনটি ভারতে লঞ্চ করে দেওয়া হবে।

আরও পড়ুন : ওপেন সেলে বিক্রি হবে Redmi Note 8 Pro, Redmi Note 8 এবং Redmi 8

দি মোবাইল ইন্ডিয়ানের পক্ষ থেকে Infinix এর এই আগামী স্মার্টফোনের কথা জানা গেছে। এই টেক ওয়েবসাইট তাদের রিপোর্টে জানিয়েছে Infinix এমন একটি নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে যা পপ আপ সেলফি ক‍্যামেরা সাপোর্ট করে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি আগামী বছর অর্থাৎ 2020 সালের ফেব্রুয়ারি মাসে মার্কেটে চলে আসবে। Infinix সাধারণত অত‍্যন্ত কম দামে তাদের স্মার্টফোন লঞ্চ করে থাকে এবং আশা করা হচ্ছে কোম্পানির আগামী পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের ক্ষেত্রেও এমনটাই হবে।

Infinix Hot 8

Infinix তাদের পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন কি নামে লঞ্চ করবে তা এখনও জানা যায়নি তবে মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানির এই আগামী স্মার্টফোন মিডিয়াটেক চিপসেটে রান করবে। রিপোর্ট থেকে আরও জানা গেছে যে এই পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের সঙ্গে কোম্পানি একটি নতুন স্মার্টফোন সিরিজের সূচনা করবে। Infinix এর এই নতুন সিরিজ এবং এই সিরিজে লঞ্চ করা ফোনগুলি “সেলফি সেন্ট্রিক” ডিভাইস হিসেবে লঞ্চ করা হবে।

আরও পড়ুন : Exclusive : বন্ধ হচ্ছে না JioPhone এর প্রস্তুতি, আরও 15 লক্ষ অর্ডার দিল কোম্পানি

Infinix S5 Lite

কোম্পানির লেটেস্ট স্মার্টফোন Infinix S5 Lite এ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 1600 × 760 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে। Infinix S5 Lite ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এক্স‌ওএস 5.5 এর সঙ্গে পেশ করা হয়েছে যা মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি আছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং একটি WVGA সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Infinix S5 Lite এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।  Infinix S5 Lite ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি সাপোর্ট করে। এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে 7,999 টাকা দামে সেল করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here