দেখে নিন 2019 সালে ভারতীয়রা কোন ফিল্ম, গান, পার্সোনালিটি এবং নিউজ Google এ সবচেয়ে বেশি সার্চ করেছে?

সুখ-দুঃখের বিভিন্ন স্মৃতির সঙ্গে 2019 কে বিদায় জানিয়ে গোটা বিশ্ব 2020 কে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। 2020 সাল একটু বেশি স্পেশাল হতে চলেছে কারণ শুধু মাত্র এই নয় যে এটা একটা নতুন বছর বরং 2019 শেষ হ‌ওয়ার সঙ্গে সঙ্গে একটি দশক শেষ হয়ে নতুন দশকের সূচনাও হতে চলেছে। ভারতে এই 2019 সালে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। রাজনীতি থেকে অর্থনীতি, বিনোদন থেকে ক্রীড়া জগৎ সব ক্ষেত্রেই কিছু না কিছু নতুন ঘটেছে। যে কোনো বিষয়ে কোনো তথ্য জানার জন্য সাধারণ মানুষ সবার আগে গুগলের দারস্থ হন এবং  Google সার্চ করে নতুন বিষয়ে জানেন। আজ বছরের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর 2019 এ দাঁড়িয়ে Google গোটা বছরের সার্চের হিসাব নিকাশ পেশ করে দিয়েছে। ভারতীয়রা গোটা বছরে কোন বিষয়ে কতটা পরিমাণে সার্চ করেছে Google সেবিষয়ে তাদের রিপোর্ট প্রকাশ করেছে। Google এর এই রিপোর্টে ফিল্ম, গান, পার্সোনালিটি, নিউজ এবং অন‍্যান‍্য বিষয়ের উল্লেখ করা হয়েছে। এই লিস্টে হয়তো আপনি সেইসব বিষয়ের নাম‌ও পাবেন যা গোটা বছরে আপনি হয়তো একবার হলেও সার্চ করেছেন। চলুন এক নজরে দেখে নিই গোটা বছরে আমরা সবাই মিলে কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি খোঁজ করেছি।

আরও পড়ুন : Infinix আনতে চলেছে অত্যন্ত সস্তা পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা ফোন, নতুন বছরেই হবে লঞ্চ

গুগলে সবচেয়ে বেশি সার্চ করা কীওয়ার্ড –

1) ক্রিকেট ওয়ার্ল্ডকাপ
2) লোকসভা নির্বাচন
3) চন্দ্রযান 24) কবীর সিং
5) অ্যাভেনজার্স : এন্ডগেম
6) আর্টিকল 370
7) NEET রেজাল্ট
8) জোকার
9) ক‍্যাপ্টেন মার্ভেল
10) প্রধানমন্ত্রী কিষাণ যোজনা

গুগলে সবচেয়ে বেশি সার্চ করা নতুন ফিল্ম –

1) Kabir Singh
2) Avengers : Endgame
3) Joker
4) Captain Marvel
5) Super 30
6) Mission Mangal
7) Gully Boy
8) War
9) Housefull 4
10) Uri – The Surgical Strike

আরও পড়ুন : Exclusive: Jio আনতে পারে Jio Phone Lite, দাম হবে 400 টাকারও কম – সোর্স

গুগলে সবচেয়ে বেশি সার্চ করা গান –

1) লে ফোটো লে…
2) তেরি মেরি কাহানি…
3) তেরি প‍্যায়ারি প‍্যায়ারি দো আঁখিয়া…
4) বাস্তে…
5) কোকা-কোলা তু…
6) গোরি তোহরি চুনরি ওয়া লাল লাল রে…
7) পল পল দিল কে পাস…
8) লড়কি আঁখ মারে…
9) পায়ালিয়া বাজনি লাডো পিয়া…
10) কেয়া বাত হ‍্যায়…

গুগলে সবচেয়ে বেশি সার্চ করা পার্সোনালিটি / সেলেব্রিটি –

1) অভিনন্দন বর্তমান
2) লতা মঙ্গেশকর
3) যুবরাজ সিং
4) আনন্দ কুমার
5) বিকি কৌশল
6) রিষভ পন্থ
7) রানু মন্ডল
8) তারা সুতারিয়া
9) সিদ্ধার্থ শুক্লা
10) কয়না মিত্র

আরও পড়ুন : ওপেন সেলে বিক্রি হবে Redmi Note 8 Pro, Redmi Note 8 এবং Redmi 8

গুগলে সবচেয়ে বেশি সার্চ করা নিউজ –

1) লোকসভা নির্বাচনের রেজাল্ট
2) চন্দ্রযান 2
3) আর্টিকল 370
4) প্রধানমন্ত্রী কিষাণ যোজনা
5) মহারাষ্ট্র অ্যাসেম্বলী ইলেকশন
6) হরিয়ানা অ্যাসেম্বলী ইলেকশন রেজাল্ট
7) পুল‌ওয়ামা অ্যাটাক
8) সাইক্লোন ফণী
9) অযোধ্যা মামলার পরিণতি
10) আমাজনের দাবানল

গুগলে সবচেয়ে বেশি সার্চ করা “How to” প্রসেস –

1) কিভাবে ভোট দিতে হয়?
2) কিভাবে আধার এবং প‍্যান লিঙ্ক করতে হয়?
3) কিভাবে ভোটার লিস্টে নাম চেক করতে হয়?
4) কিভাবে চেক করে…
5) ট্রাইয়ের নিয়ম মেনে কিভাবে টিভির চ‍্যানেল বাছতে হয়?
6) কিভাবে হোলির রঙ তুলতে হয়?
7) কিভাবে খেলে PUBG?
8)কিভাবে পাওয়া যায় Fastag?
9) কিভাবে নিজের পোলিং বুথ সম্পর্কে জানতে হয়?
10) কিভাবে GSTR-9 জমা করতে হয়?

আরও পড়ুন : Exclusive : বন্ধ হচ্ছে না JioPhone এর প্রস্তুতি, আরও 15 লক্ষ অর্ডার দিল কোম্পানি

গুগলে সবচেয়ে বেশি সার্চ করা “What is” –

1) Article 370 কি?
2) exit poll কি?
3) black hole কি?
4) howdy Modi কি?
5) E-cigarette কি?
6) ক্রিকেটের DLS Methode কি?
7) Ayodhya case কি?
8) Article 15 কি?
9) Surgical Strike কি?
10) National Register of Citizens of India কি?

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here