Honor চীনে তাদের GT সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং Honor GT ফোনের টিজার শেয়ার করা হয়েছে। এর মাধ্যমে ফোনের ডিজাইন দেখা গেছে। চীনে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। জানিয়ে রাখি আসন্ন ফোনটি পারফরমেন্স ওরিয়েন্টেড হবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনটি আগের বছরে লঞ্চ হওয়া Honor 90 GT ফোনের সাক্সেসার হিসেবে আসতে চলেছে। তবে কোম্পানির পক্ষ থেকে GT স্মার্টফোনের নামের থেকে নাম্বার সরানো হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং মডেলের ডিটেইলস সম্পর্কে।
Honor GT এর লঞ্চ ডেট এবং ডিজাইন
- আগামী 16 ডিসেম্বর চীনের সময় অনুযায়ী 19:30টা (ভারতীয় সময় অনুযায়ী রাত 10টা) লঞ্চ করা হবে।
- মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে শেয়ার করা টিজারের মাধ্যমে Honor GT ফোনটি বক্সী ডিজাইন এবং ফ্ল্যাট ফ্রেম সহ দেখা গেছে।
- ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল-টোন লুক রয়েছে। তবে উপরের বাঁদিকের কোণায় একটি আয়তকার ক্যামেরা আইল্যান্ড দেওয়া হয়েছে।
- ক্যামেরা মডিউলে দুটি সেন্সর রয়েছে, এতে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি লেন্স এবং ট্রিপল-LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
- ক্যামেরা মডিউলের ডানদিকে কোণায় রেড কালারের GT ব্র্যান্ডিং রয়েছে। তবে ফোনে নিচেরদিকে স্পিকার গ্রিল, USB-C পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে দেওয়া হয়েছে।
- টিজার পোস্টারের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor GT ফোনটি ম্যাজিক ওএস সহ কাজ করবে।
- অফিসিয়াল লিস্টিং অনুযায়ী আসন্ন ফোনটি 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 512GB এবং 16GB + 1TB RAM এবং স্টোরেজ অপশনে পেশ করা হবে।
- আপকামিং Honor GT ফোনটি আইস ক্রিস্টাল হোয়াইট, ফ্যান্টম ব্ল্যাক, এবং অরোরা গ্রিন মতো কালার অপশনে লঞ্চ করা হবে।
Honor GT এর সম্ভাব্য ফিচার
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন অনুযায়ী Honor GT ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হবে।
- আসন্ন ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড OLED ডিসপ্লে থাকতে পারে।
- আপকামিং ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে।
জানিয়ে রাখি Honor GT ফোনটি ভারতে লঞ্চ করা হবে না, কারণ ব্র্যান্ডের পক্ষ থেকে আগের GT সিরিজের কোনো মডেল ভারতীয় বাজারে পেশ করা হয়নি।