Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল Honor Magic V Flip ফোনের ফটো, দেখে নিন ডিজাইন

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Honor Magic V Flip ফোনের ফটো, দেখে নিন ডিজাইন

আগামী জুন মাসে অনার তাদের নতুন ফ্লিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই আপকামিং ফোনটি Honor Magic V Flip নামে হোম মার্কেট চীনে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো আগেই এই ফোনের রেন্ডাস ইমেজ প্রকাশ্যে এসেছে। এই ইমেজের মাধ্যমে ফোন লুক স্পষ্ট দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিজাইন এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Honor Magic V Flip এর রেন্ডাস ইমেজ (লিক)

Honor 200 সিরিজের লঞ্চ ডেট এবং সম্ভাব্য ফিচারস