10100mAh ব্যাটারি, 12 ইঞ্চির স্ক্রিন এবং 8GB RAM সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল HONOR ট্যাবলেট, জেনে নিন দাম

HONOR গ্লোবাল বাজারে তাদের নতুন HONOR Pad 10 ট্যাবলেট লঞ্চ করে দিয়েছে। এই ডিভাইসটি গত বছর পেশ করা HONOR Pad 9 এর আপগ্রেডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হয়েছে। এতে বড় স্ক্রিন, উন্নত প্রসেসর এবং লেটেস্ট অপারেটিং সিস্টেম যোগ করা হয়েছে। এই নতুন ট্যাবলেটটি স্লিম ডিজাইন এবং প্রিমিয়াম ফিচার সহ পেশ করা হয়েছে, যা মাল্টি টাস্কিং এবং প্রোডাক্টিভিটি উভয় ধরনের কাজের জন্য দারুণ একটি অপশন।

HONOR Pad 10 ট্যাবলেটের স্পেসিফিকেশন

  • 12.1″ 2.5K 120Hz Display
  • 8GB RAM + 256GB Storage
  • Qualcomm Snapdragon 7 Gen 3
  • 13MP Rear Camera
  • 8MP Rear Camera
  • 10,100mAh Battery
  • 35W Fast Charging

ডিসপ্লে

HONOR Pad 10 ট্যাবলেটে 12.1 ইঞ্চির WQXGA (2560 x 1600 পিক্সেল) TFT LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2.5K রেজলিউশন, DCI-P3 ওয়াইড কালার গামুট এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। এতে 120Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট এবং 500nits পীক ব্রাইটনেস রয়েছে। এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও 88%, ফলে দারুণ ভিউইং এক্সপেরিয়েন্স পাওয়া যায়।

পারফরমেন্স

HONOR Pad 10 ট্যাবলেটে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এতে Adreno 720 GPU দেওয়া হয়েছে। এই ডিভাইসটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ট্যাবলেটটি Android 15 বেসড MagicOS 9.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য HONOR Pad 10 ট্যাবলেটের ফ্রন্ট ও রেয়ার উভয় প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এই ট্যাবলেটের রেয়ার প্যানেলে 13MP সেন্সর রয়েছে, এই সেন্সর f/2.0 অ্যাপার্চার এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP সেন্সর দেওয়া হয়েছে, এর সাহায্যে Full HD ভিডিও রেকর্ড করা যায়।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য HONOR Pad 10 ট্যাবলেটে 35W ফাস্ট চার্জিং সাপোর্টেড 10,100mAh ব্যাটারি যোগ করা হয়েছে। একবার ফুল চার্জ করলে এতে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়, ফলে এটি ট্রাভেল ও দীর্ঘ ব্যাবহারের জন্য আদর্শ একটি অপশন।

অন্যান্য ফিচার

HONOR Pad 10 ট্যাবলেটে 6 স্পীকার ও ডুয়েল মাইক্রোফোন রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6, Bluetooth 5.3 এবং USB Type-C পোর্ট (OTG সাপোর্ট সহ) দেওয়া হয়েছে। এই ট্যাবলেটের ওজন 525 গ্রাম এবং থিকনেস মাত্র 6.29mm।

HONOR Pad 10 ট্যাবলেটের দাম

আপাতত HONOR Pad 10 ট্যাবলেটটি মালয়েশিয়ার মার্কেটে পেশ করা হয়েছে। গ্লোবাল বাজারে এই ট্যাবলেট Cyan এবং Grey কালার অপশনে লঞ্চ করা হয়েছে। মালয়েশিয়াতে 8GB RAM + 256GB Storage সহ HONOR Pad 10 এর দাম RM 1,499 রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 30,199 টাকার কাছাকাছি। ভারতের বাজারে এই ট্যাবলেটটি ভারতে লঞ্চ করা হবে কি না, সেই বিশ্বয়ে কিছু জানা যায়নি। জানিয়ে রাখি মালয়েশিয়াতে এই ট্যাবলেটের সঙ্গে HONOR CHOICE TNHCHOP স্টাইলাস বিনামূল্যে দেওয়া হচ্ছে।

HONOR Pad 10 ট্যাবলেটের বিশেষ ফিচার

HONOR Pad 10 ট্যাবলেটে একাধিক প্রিমিয়াম ফিচার দেওয়া হয়েছে। এতে মোট 6 স্পীকার যোগ করা হয়েছে, এর ফলে স্ট্যান্ডার্ড অডিও কোয়ালিটি বেশ কয়েক গুণ প্রিমিয়াম হয়ে যায়। এই ট্যাবলেটের থিকনেস মাত্র 6.29mm, ফলে এটি হাতে ধরতে বা ব্যাগে বয়ে নিয়ে যেতে কোনো সমস্যা হয় না। এছাড়া এতে MagicOS 9.0 এর মাধ্যমে Android 15 এর লেটেস্ট ফিচার এক্সপেরিয়েন্স করা যাবে। এর ফলে মাল্টি টাস্কিং এবং ইউজার ইন্টারফেস উভয়ই অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। লঞ্চ অফারে এই ট্যাবলেটের সঙ্গে দেওয়া HONOR CHOICE TNHCHOP স্টাইলাস ক্রিয়েটিভ ইউজারদের জন্য দারুণ একটি উপহার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here