7000mAh ব্যাটারি, 12GB RAM সহ TENNA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Honor Play 70 Plus, শীঘ্রই হতে পারে লঞ্চ

আগামী কয়েক সপ্তাহের মধ্যে Honor Play 60 সিরিজের আপগ্রেড ভার্সন হিসাবে Honor Play 70 Plus স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। চীনের TENNA ওয়েবসাইটে আপকামিং স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এছাড়াও 3সি সার্টিফিকেশন সাইটে Honor Play 70 Plus স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। চীনের এক ব্লগার আপকামিং স্মার্টফোনের নাম কনফার্ম করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Play 70 Plus স্মার্টফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

প্রকাশ্যে এল Honor Play 70 Plus এর নাম

চীনের টেক ব্লগারের বক্তব্য অনুযায়ী চীনের মার্কেটে Honor LOG-AN00 মডেল নাম্বার Honor Play 70 Plus স্মার্টফোনের হবে বলে জানানো হয়েছে। আপকামিং স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট সহ Honor Play 60 Plus স্মার্টফোনের সাক্সেসার হতে পারে। গত বছর জুন মাসে এই স্মার্টফোনটি পেশ করা হয়েছিল।

Honor Play 70 Plus এর স্পেসিফিকেশন (TENAA সার্টিফিকেশন)

  • ওজন ও ডায়মেনশন: TENAA লিস্টিং অনুযায়ী Honor Play 70 Plus (LOG-AN00) স্মার্টফোনটির ডায়মেনশন 166.89 x 76.8 x 8.39mm এবং ওজন 207 গ্রাম হবে।
  • ডিসপ্লে: এই স্মার্টফোনটিতে 1610 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির LCD HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনটির ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ব্যাক প্যানেলে সিঙ্গেল 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা থাকবে।
  • চিপসেট: প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 2.3GHz অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এই প্রসেসরের নাম সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
  • ব্যাটারি: স্মার্টফোনটিতে 6,850mAh রেটেড ব্যাটারি থাকবে, যার টাইপিকাল ভ্যালু প্রায় 7,000mAh হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • স্টোরেজ: স্মার্টফোনটিতে 8GB / 12GB RAM ও 256GB / 512GB ইন্টারনাল স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
  • অন্যান্য: স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
  • চার্জিং: 3C সার্টিফিকেশন সাইটের মাধ্যমে স্মার্টফোনটিতে 45W ফাস্ট চার্জিং থাকবে বলে জানা গিয়েছিল।

জানিয়ে রাখি চীনে Honor Play 60 Plus স্মার্টফোনটির ভ্যানিলা মডেল 12GB RAM + 256GB স্টোরেজ অপশন CNY 1,499 (অর্থাৎ প্রায় 17,200 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে 12GB RAM + 512GB স্টোরেজ অপশন CNY 1,699 (অর্থাৎ প্রায় 19,500 টাকা) দামে পেশ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here