Samsung Galaxy A51 হবে কোম্পানির সবচেয়ে সস্তা কোয়াড ক‍্যামেরা স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

Samsung এই বছরের শেষের দিকে তাদের “গ‍্যালাক্সি এ” সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে Samsung Galaxy A51 লঞ্চ করতে পারে। আমরা আগেই জানিয়েছিলাম কোম্পানির নয়ডায় অবস্থিত ফ‍্যাক্টরীতে Samsung Galaxy A51 এর নির্মাণ শুরু হয়ে গেছে। এই খবরটি দেওয়ার সময় আমরা ফোনটির ম‍্যানুফ‍্যাকচারিং স্টেজের ফোটোও দেখিয়েছিলাম। কয়েক দিন আগে স‍্যামসাঙের রাশিয়ান ওয়েবসাইটে Samsung Galaxy A51 এর সাপোর্ট পেজ‌ও লিস্টেড করে দেওয়া হয়েছে। এবার একটি নতুন লিকে Samsung Galaxy A51 এর ক‍্যামেরা ডিটেইলস জানা গেছে। 

আরও পড়ুন : লঞ্চ হল Vivo V17, এতে আছে 8 জিবি র‍্যাম, 4,500 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা

কোয়াড রেয়ার ক‍্যামেরা

লিকে Samsung Galaxy A51 সম্পর্কে বলা হয়েছে এই ফোনটি কোম্পানির সবচেয়ে সস্তা কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন হতে পারে। স‍্যামমোবাইলের রিপোর্ট অনুযায়ী এই ফোনের ব‍্যাক প‍্যানেলে “L” শেপের সেট‌আপে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এই ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইট‌ও থাকবে। রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A51 এ 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। 

এর সঙ্গে Samsung Galaxy A51 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 5 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স দেওয়া হবে। রিপোর্ট থেকে আরও জানা গেছে এই ফোনে সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে যা ডিসপ্লেতে অবস্থিত পাঞ্চ হোলে ফিট থাকবে। এই পাঞ্চ হোল ক‍্যামেরা সেন্সর ডিসপ্লের মাঝখানে অবস্থিত হবে। 

আরও পড়ুন : সাবধান : Paytm এর KYC নিয়ে হচ্ছে জোচ্চুরি, খোয়া যেতে পারে টাকা

কেমন হবে লুক? 

Samsung Galaxy A51 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে তৈরি দেখানো হয়েছে। এই ফোনটিতে বেজল লেস স্ক্রিন দেওয়া হয়েছে এবং এর ওপর দিকে একদম মাঝ বরাবর ছোট হোল দেওয়া হয়েছে। এই ছোট্ট ছেদের মধ্যে ফোনটির সেলফি ক‍্যামেরা অবস্থিত। রেন্ডার ইমেজে Samsung Galaxy A51 ফোনটির চারদিক সম্পূর্ণ বেজল লেস দেখানো হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে।

Samsung Galaxy A51 ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে দেওয়া হয়েছে। এই সেট‌আপের চারটি লেন্স “L” শেপে অবস্থিত। এতে তিনটি সেন্সর ভার্টিক‍্যাল শেপে এবং চতুর্থ সেন্সরটি একদম নিচের সেন্সরের ডানদিকে অবস্থিত। এই চতুর্থ সেন্সরের ওপর ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। Samsung Galaxy A51 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি এবং নিচের দিকে Samsung এর ব্র‍্যান্ডিং আছে।

আরও পড়ুন : 9,999 টাকা দামে কোন ফোনটি ভালো? Realme 5s না Redmi Note 8?

Samsung Galaxy A51 এর নিচের প‍্যানেলে মাঝখানে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এই পোর্টের ডানদিকে 3.5 এম‌এম অডিও জ‍্যাক এবং বাঁদিকে স্পীকার গ্ৰিল আছে। Samsung Galaxy A51 এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হয়েছে। Samsung Galaxy A51 ফোনটি ফোটোয় যথেষ্ট গ্লসি দেখানো হয়েছে, মনে করা হচ্ছে যে ফোনটির উভয় প‍্যানেলে গ্লাস লেয়ার থাকবে।

স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পেশ হ‌ওয়া লিক অনুযায়ী Samsung Galaxy A51 ফোনটিতে 6.5 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। শোনা যাচ্ছে এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হবে এবং এটি ওয়ান ইউআই 2.0 যুক্ত হবে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy A51 এ কোম্পানির নিজস্ব এক্সিনস 9611 চিপসেট দেখা যেতে পারে। রিপোর্টে বলা হয়েছে Samsung Galaxy A51 ফোনটি 4,000 এম‌এএইচের ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হতে পারে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here