ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে 48 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত অনার ভি20, এতে থাকবে 3ডি ক‍্যামেরা

চীনে আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে হুয়াইয়ের সাব ব্র‍্যান্ড অনার বুধবার তাদের লেটেস্ট স্মার্টফোন অনার ভি20 ফোনটি লঞ্চ করে। বিশেষ ডিজাইনে পেশ করা এই স্মার্টফোনটি খুব এবার খুব তাড়াতাড়ি ভারতীয় মোবাইল বাজারেও লঞ্চ করা হবে। এই কথা অনার ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে। এই টুইটে কোম্পানি আরও বলেছে অনার ভি20 ই-কমার্স ওয়েবসাইট আমাজন ইন্ডিয়াতে এক্সক্লুসিভ সেল করা হবে।

শাওমিকে টক্কর দিতে রিয়েলমি আনতে চলেছে আরও একটি সস্তা স্মার্টফোন

অনার ভি20 এর স্পেসিফিকেশন
অনার ভি20 ফোনটিতে 6.4 ইঞ্চির সুপার এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে প্রসেসিঙের জন্য অক্টাকোর প্রসেসরের সঙ্গে হুয়াইয়ের কিরীন 980 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি লিঙ্ক টার্বো টেকনিকযুক্ত। এই টেকনিক ফোনে ইন্টারনেট ডাউনলোড স্পীড বাড়ায়। লিঙ্ক টার্বো টেকনিক ওয়াইফাই ও এলটিই উভয় কানেক্টিভিটিতে কাজ করে। অনার ভি20 অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা কোম্পানির ইউজার ইন্টারফেস ইএমইউআই 9 এ কাজ করে।

অনার ভি20 6 জিবি ও 8 জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 6 জিবি ও 8 জিবি উভয় র‍্যাম ভেরিয়েন্টে 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের একটি 255 জিবি ইন্টারনাল মেমরির মোশচিনো ভেরিয়েন্ট‌ও চীনে লঞ্চ করা হয়েছিল। ভারতে ফোনটির কটি ভেরিয়েন্ট পেশ করা হবে সেবিষয়ে এখনও কিছু বলা হয়নি।

ভিভো ভারতে লঞ্চ করবে ভি12 প্রো, ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে 5জি ফোন

এতে 25 মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। অনার ভি20 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেট‌আপের একটি সেন্সর 48 মেগাপিক্সেলের এবং এটি সোনী আইএম‌এক্স586 সেন্সর। অনার ভি20 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য অনার এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দিয়েছে। অনার ভি20 ব্ল‍্যাক, ব্লু ও রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

চীনে অনার ভি20 এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 2,999 ইউয়ান (প্রায় 30,400 টাকা) ও 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 3,499 ইউয়ান (প্রায় 35,500 টাকা) রাখা হয়েছে। অনার ভি20 এর 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টটি 3,999 (প্রায় 40,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। ভারতে ফোনটি এই এক‌ই দামের আশেপাশে লঞ্চ করার আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here