ভিভো ভারতে লঞ্চ করবে ভি12 প্রো, ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে 5জি ফোন

ভিভো এবছর ভারতে ভি11 প্রো লঞ্চ করেছিল। এই ফোনটি ওয়াটরড্রপ নচের সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটযুক্ত। অসাধারণ ক‍্যামেরাযুক্ত ফোনটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। ভিভো ভি11 প্রোর সফলতার পর কোম্পানি এবার ফোনটির অ্যাডভান্স ভার্সনের ওপর কাজ করছে যা ভিভো ভি12 প্রো নামে লঞ্চ করা হবে।

জানা গেল শাওমি পোকো এফ1 এর নতুন ভেরিয়েন্টের দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশনের সম্পর্কে

ভিভো ভি12 প্রো সম্পর্কে তথ্য ভিভো ইন্ডিয়ার ব্র‍্যান্ড স্ট্র‍্যাটেজি ডাইরেক্টর নিপুণ মারিয়া দিয়েছেন। নিপুণ ইন্ডিয়া টুডেতে দেওয়া এক সাক্ষাৎকারে ভিভো ভি12 প্রো সম্পর্কে বলেন। তিনি তার বক্তব্যে বলেন ভিভো ভি11 প্রোর হিট হ‌ওয়ার পর ভিভো ভি12 প্রো লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ইতিমধ্যে ভিভো ভি12 প্রো নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং আগামী বছর অর্থাৎ 2019 এর প্রথমার্ধেই ভারতীয় স্মার্টফোন মার্কেটে লঞ্চ করা হতে পারে।

নিপুণ বলেন ভিভো ইন্ডিয়া তাদের ভি সিরিজের ফোনের সংখ্যা বাড়াতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে। এর মধ্যে একটি ভিভো ভি12 প্রো হবে যা জুনের আগেই লঞ্চ করে দেওয়া হবে। অপর ফোনটির নাম মারিয়া এখনও জানাননি। ভিভো ভি সিরিজের এই দ্বিতীয় ফোনটি 2019 এর দ্বিতীয়ার্ধে লঞ্চ করা হবে। ভিভো ভি11 প্রোর মতোই ভিভো ভি12 প্রোতেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

48 এমপি ক‍্যামেরা, হোল ডিসপ্লে ও 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল হুয়াই নোভা 4, জেনে নিন এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো ভি12 প্রোর কোনো স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি কিন্তু আশা করা হচ্ছে ভিভো ভি12 প্রোতে কোম্পানি ওয়াটারড্রপ নচ থেকে ওপরে ওঠা সেলফি ক‍্যামেরা বা পাঞ্চ হোল নচ দেওয়া হতে পারে। মনে করা হচ্ছে ভিভো ভি12 প্রো 30,000 টাকার কম দামে লঞ্চ করা হবে। ভিভোর 5জি স্ট্র‍্যাটেজি সম্পর্কে কথা বলার সময় নিপুণ জানান ইতিমধ্যে কোম্পানি 5জি ফোনের ওপর অনেক কাজ করে ফেলেছে এবং কোম্পানি ভারতেও খুব তাড়াতাড়ি 5জি ফোন লঞ্চ করতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here