শাওমিকে টক্কর দিতে রিয়েলমি আনতে চলেছে আরও একটি সস্তা স্মার্টফোন

রিয়েলমি গত মাসে ভারতে তাদের সস্তা স্মার্টফোন ইউ1 লঞ্চ করেছিল। এই ফোনটিকে শাওমি রেডমি ফোনের কড়া প্রতিদ্বন্দ্বী মনে করা হয়েছে। রিয়েলমি ইউ1 11,999 টাকা দামে সেল করা হচ্ছে। রিয়েলমি সম্পর্কে একটি নতুন খবর থেকে জানা গেছে কোম্পানি এবার রিয়েলমি ইউ1 এর পর আরও একটি সস্তা স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। শোনা যাচ্ছে কোম্পানি এই ফোনটি রিয়েলমি এ1 নামে লঞ্চ করবে।

ভিভো ভারতে লঞ্চ করবে ভি12 প্রো, ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে 5জি ফোন

রিয়েলমি এ1 সম্পর্কে একটি বিদেশি ওয়েবসাইট এক্সক্লুসিভ খবর পেশ করেছে। এই রিপোর্টে বলা হয়েছে রিয়েলমি একটি নতুন স্মার্টফোনে কাজ করছে যা লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। এই ফোনটির থাম 10,000 টাকার‌ও কম রাখা হতে পারে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি এই ফোনটি রিয়েলমি এ1 নামে বাজারে পেশ করবে। খবরে আরও বলা হয়েছে রিয়েলমি এ1 ফোনটিতে নচ দেওয়া হতে পারে।

রিয়েলমি ইউ1 এ “ইউ” শেপের নচ দেওয়া হয়েছিল, তবে রিপোর্ট অনুযায়ী রিয়েলমি এ1 এ রেগুলার নচ দেওয়া হতে পারে। রিয়েলমি “ইউ” শেপযুক্ত নচকে “ডিউড্রপ” নচ ডিসপ্লে নাম দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে রিয়েলমি এ1 এ মিডিয়াটেক হেলিও পি60 বা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 600 সিরিজের চিপসেট দেওয়া হতে পারে। রিয়েলমি এ1 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেখা যেতে পারে এবং ফ্রন্ট প‍্যানেলে এআই সেলফি ক‍্যামেরা থাকতে পারে।

জানা গেল শাওমি পোকো এফ1 এর নতুন ভেরিয়েন্টের দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশনের সম্পর্কে

ভারতে রিয়েলমি ইউ1 এর দুটি ভেরিয়েন্ট সেল করা হয়। একটি ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং অপর ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। রিয়েলমি ইউ1 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকা দামে লঞ্চ করেছে এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 14,499 টাকা রাখা হয়েছে। রিয়েলমি ইউ1 শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে এক্সক্লুসিভ সেল করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here