চীনা স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি হুয়াই 31শে অক্টোবর একটি ইভেন্টের আয়োজন করেছে। কোম্পানি আগেই জানিয়েছে এই ইভেন্টে কোম্পানি ম্যাজিক 2 লঞ্চ করতে চলেছে। এই ফোনটি কোম্পানির প্রথম ফোন যা স্লাইডার আউট ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে। আজ হুয়াই তাদের অন্য একটি ডিভাইস সম্পর্কে তথ্য দিয়েছে। কোম্পানি একটি পোস্টার শেয়ার করেছে যেখানে ওয়াটারপ্লে ট্যাবলেট আধার কথা বলা হয়েছে। পোস্টারের সঙ্গে ডিভাইসটির কিছু স্পেসিফিকেশনও শেয়ার করা হয়েছে।
হুয়াই ওয়াটারপ্লে 2 নামক এই ট্যাবলেটে 8 ইঞ্চির স্ক্রিন থাকবে। এর সঙ্গে কোম্পানি এতে ডুয়েল ক্যামেরার সঙ্গে পেশ করবে। আপাতত এর অন্য স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি কিন্তু কোম্পানি তাদের পোস্টারে এইসব তথ্যগুলি জানিয়েছে।ট্যাবলেটের ডুয়েল ক্যামেরা হরাইজন্টাল স্টাইলে দেওয়া হয়েছে। ট্যাবলেটটির কর্নার রাউন্ড এজেসযুক্ত। ট্যাবলেটের পোস্ট দেখে বলা যেতে পারে এটি ওয়াটারপ্রুফ হবে। কোম্পানির পুরোনো ট্যাবলেটও জল ও ধূলো প্রতিরোধক ছিল।
আপাতত ইভেন্টে ম্যাজিক 2 সম্পর্কেই সমালোচনা চলছে। এতে স্লাইডার ক্যামেরা প্যানেল দেওয়া হয়েছে। অনার ম্যাজিক 2 এর স্ক্রিনে নচ বা অন্য কোনো সেন্সর দেওয়া হয়নি। ওপ্পো ফাইন্ড এক্সের মতো এই ফোনটিও স্লাইডার আউটের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ফুল বেজল লেপ ডিসপ্লে দেখা যেতে পারে যা 6.39 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে। কোম্পানি এতে সবচেয়ে লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ইএমইউআই 10 এর পেশ করতে পারে। অনার ম্যাজিক 2 হুয়াইয়ের সবচেয়ে নতুন ও শক্তিশালী চিপসেট হাইসিলিকন কিরীন 980 তে রান করবে একথা কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে।
জানা গেছে কোম্পানি ফোনটি 6 জিবি ও 8 জিবি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করতে পারে। এর সঙ্গে 128 জিবি ও 256 জিবি স্টোরেজ থাকার আশা করা যায়। ফোটোগ্ৰাফির জন্য অনার ম্যাজিক 2 এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। ব্যাক প্যানেলে 16 মেগাপিক্সেল, 24 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে এবং ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকতে পারে।
অনার ম্যাজিক 2 এর ব্যাক প্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। টেনার তথ্য অনুযায়ী ফোনটি 3ডি ফেস আনলক টেকনিকসহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এনএফসি, 4জি ভোএলটিই ও ইউএসবি টাইপ সি এর সঙ্গে বেসিক কানেক্টিভিটি ফিচারযুক্ত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,400 এমএএইচ ব্যাটারী দেখা যেতে পারে।