যারা আলট্রা বাউন্স 360 ডিগ্রী অ্যান্টি ড্রপ রেজিস্টেন্স সহ একটি অসাধারণ 5G ফোন কিনতে চান তাদের জন্য Honor X9b ফোনটি একটি দারুণ অপশন। বর্তমানে শপিং সাইট আমাজনে এই ফোনের দামে 6,000 টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখন যারা এই ফোনটি কিনতে চান তাঁরা ফোনটি লঞ্চ প্রাইসের চেয়ে বেশ কম দামে কিনতে পারবেন। নিচে এই ফোনের দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
Honor X9b 5G ফোনের অফার ডিটেইলস
- এই ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ 25,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের দামে বর্তমানে 6,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
- 6,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ এই ফোনটি 19,998 টাকার বিনিময়ে কেনা যাবে।
- যে কোনো ব্যাঙ্কের ডেবিট কার্ড, ডেবিট কার্ড ইএমআই, ক্রেডিট কার্ড ও ক্রেডিট কার্ড ইএমআই এর ওপর এই ছাড় পাওয়া যাবে।
- Honor X9b 5G ফোনটি কোম্পানির পক্ষ থেকে নো কস্ট EMI এর মাধ্যমেও সেল করা হচ্ছে। এর ফলে ফোনটি 3 থেকে 6 মাসের সহজ কিস্তির মাধ্যমেও কেনা যাবে।
- এছাড়াও পুরনো ফোন এক্সচেঞ্জ করলে কন্ডিশনের ওপর ভিত্তি করে 23,600 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে।
- Honor X9b ফোনটি মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ অরেঞ্জ কালার অপশনে সেল করা হয়।
Honor X9b 5G ফোনটি কি কেনা উচিৎ?
ভারতের বাজারে গত ফেব্রুয়ারি মাসে Honor X9b 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই দিক থেকে এই ফোনটি খুব একটা পুরনো নয়। এতে 1.5কে এমোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা, 5800mAh ব্যাটারি, আলট্রা বাউন্স 360-डिग्री ডিগ্রী অ্যান্টি ড্রপ রেজিস্টেন্স এবং আধুনিক কুশন টেকনোলজির মতো বিভিন্ন ফিচার রয়েছে। তাই কম দামে এই ফোনটি কেনা খুব একটা খারাপ ডিল নয়।
Honor X9b 5G ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5k রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, 1920Hz PWM ডিমিং এবং 1200 নিটস পীক ব্রাইট =নেস সাপোর্ট করে।
- প্রসেসর: Honor X9b ফোনে এই বছরের শুরুতে Realme 12 Pro ফোনের মাধ্যমে ভারতের বাজারে প্রথম লঞ্চ হওয়া কোয়ালকম স্নাপফ্রাগেন 6 জেন 1 SoC যোগ করা হয়েছে। এই মিড রেঞ্জ অক্টাকোর চিপসেটে 2.2GHz ক্লক স্পীড, অ্যাড্রিনো A710 GPU এবং বিল্ট ইন 5G মোডেম রয়েছে।
- স্টোরেজ: এতে 8GB \RAM এবং 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 8GB virtual RAM ব্যাবহার করা যায়।
- ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য 108MP প্রাইমারি সেন্সর, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: HONOR X9b ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 35 ওয়াট ফাস্ট চার্জং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের সঙ্গে 30W চার্জার দেওয়া হচ্ছে এবং এটি ব্যাবহার করে ফোনটি ফুল চার্জ করতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং ম্যাজিক ওএস 7.2 সহ পেশ করা হয়েছে। এটি কিছুটা পুরনো সগত্বার হলেও কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনটি খুব তাড়াতাড়ি আপডেট করে দেওয়া হবে। এই ফোনে দুই বছর ওএস আপডেট এবং তিন বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।