Apple এর লেটেস্ট iOS 16.2 আপডেটের সাথে iPhone-এ এসে গেল 5G সাপোর্ট! কোন কোন আইফোনে পাবেন 5G সাপোর্ট? দেখে নিন তালিকা  

Apple iOS 16.2 আপডেট করেছে। প্রায় এক মাস আগে, কোম্পানি এর Beta ভার্সন পেশ করেছিল। নতুন আপডেটের সাথে আইফোনের 5G সাপোর্টও পাওয়া গেছে। 5G সাপোর্ট সহ লেটেস্ট iOS 16.2 আপডেটের সাথে নতুন ফিচার পাওয়া যাচ্ছে। এই পোস্টে আপনাদের 5G সাপোর্ট সহ বেশ কিছু আইফোনের তালিকা শেয়ার করা হল। এর পাশাপাশি আপনাদের এটাও জানানো হল যে কীভাবে আপনারা iPhone এ 5G এক্টিভেট করতে পারবেন। আরও পড়ুন: শীঘ্রই রিলিজ হবে PUBG Mobile 2.4 আপডেট, লেটেস্ট ভার্সনটি কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন

iOS 16.2: 5G সমর্থনকারী iPhone এর তালিকা

লেটেস্ট iOS 16.2 আপডেটের সাথে iPhone এ 5G নেটওয়ার্ক শুরু হয়ে গেছে। নতুন আপডেটের সাথে iPhone 12 সিরিজ, iPhone 13 লাইনআপ এবং iPhone 14 লাইনআপ 5G এর সাপোর্ট পেতে শুরু করেছে। লএর সাথে Apple এর বাজেট iPhone SE 2022-এও 5G সাপোর্ট রয়েছে।

  • iPhone 12 mini
  • iPhone 12
  • iPhone 12 Pro
  • iPhone 12 Pro Max
  • iPhone 13 mini
  • iPhone 13
  • iPhone 13 Pro
  • iPhone 13 Pro Max
  • iPhone 14
  • iPhone 14 Plus
  • iPhone 14 Pro
  • iPhone 14 Pro Max
  • iPhone SE 2022

 iPhone এ 5G এক্টিভেট করার উপায়

iPhone 12 সিরিজের পর থেকে, সব মডেলগুলিকে iOS 16.2 আপডেটের সাথে 5G সাপোর্ট দেওয়া হয়েছে। Airtel এবং Jio ভারতে তাদের ইউজারদের 5G অফার করছে। এই পোস্টে আপনাদের স্টেপ বাই স্টেপ জানানো হল যে কিভাবে iOS 16.2 আপডেট ইনস্টল করার সাথে 5G এক্টিভেট করতে হবে। আরও পড়ুন: চাপে পড়বে Samsung! OPPO বাজারে নিয়ে এল ডায়েরির মতো ভাঁজ হওয়া নতুন স্মার্টফোন

  • সবার প্রথমে আপনার আইফোনে সেটিংস অ্যাপটি খুলুন।
  • সেটিং এ আপনাকে General অপশনে ক্লিক করতে হবে।
  • জেনারেল অপশনে আপনাকে ‘সফটওয়্যার আপডেট’ অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর পরবর্তী স্ক্রিনে iOS 16.2 আপডেট দেখা যাবে। এখানে আপনাকে ‘Download & Install’ এ ক্লিক করতে হবে।
  • তারপর আপনাকে Install এ ট্যাপ করতে হবে।
  • আইফোনে iOS 16.2 আপডেট ইনস্টল করার আগে মনে রাখবেন যে আপনার ফোনে যেন কমপক্ষে 80 শতাংশ চার্জ থাকে।

iPhone এ 5G এক্টিভেট করার উপায়

iPhone এ iOS 16.2 ইনস্টল করার পরে, ডিভাইসটি পুনরায় রিবুট করুন। তারপরে আপনি আইফোনে 5G এক্টিভেট করতে পারবেন। আরও পড়ুন: রকেটের স্পিডে পাওয়া যাচ্ছে 5G ডাউনলোড স্পিড, 4G এর তুলনায় কত গুণ ফাস্ট জেনে নিন ডিটেইলস  

স্টেপ 1: প্রথমে আইফোনে ‘সেটিংস’ অ্যাপটি খুলুন।
স্টেপ 2: সেটিংস অ্যাপে ‘Cellular ‘অপশনে যান।

স্টেপ 3: এবার আপনাকে ‘Cellular data option এ ট্যাপ করতে হবে।

তারপরে ‘Voice & Data সেটিংয়ে ‘5G Auto’ বা ‘5G On’অপশনটি নির্বাচন করতে হবে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy S23 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

সেটিংসে পরিবর্তনের সাথে আপনি iPhone এ 5G সিগন্যাল পেতে শুরু করবেব এবং আপনি নেটওয়ার্ক বারে 5G এর চিহ্ন দেখতে পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here