মাত্র 50 টাকায় ঘরে বসে অনলাইনে বানিয়ে নিন PVC আধার কার্ড, জেনে নিন পদ্ধতি

Highlights

  • ঘরে বসেই বানিয়ে নেওয়া যায় PVC আধার কার্ড।
  • এর জন্য ইউজারদের অনলাইনে অর্ডার করতে হবে।
  • PVC আধার কার্ডের জন্য 50 টাকা ফি দিতে হবে।

আধার নম্বর প্রদানকারী সংস্থা, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI),PVC-তে প্রিন্ট আধার কার্ড (প্যান কার্ডের মতো) তৈরি করছে। যাতে সবাই সহজেই প্যান কার্ডের মতো টেকসই (শক্তিশালী) আধার কার্ড পেতে পারে। PVC ফর্মে আধার কার্ড পাওয়ার জন্য আপনাদের নামমাত্র ফি দিতে হবে। এই পোস্টে আপনাদের অনলাইনে PVC আধার কার্ড অর্ডার করার বিষয়ে জানানো হল। আরও পড়ুন: BGMI এর প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা, হতাশ ফ্যানরা, জেনে নিন বিস্তারিত

PVC আধার কার্ড কিভাবে পাবেন?

যাদের কাছে ব্যক্তির আধার কার্ড রয়েছে তারা PVC আধার কার্ড পেতে পারেন। PVC আধার কার্ডের জন্য অনলাইনে রিকোয়েস্ট করতে হবে।

PVC আধার কার্ড তৈরি করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in খুলতে হবে।

স্টেপ 2: তারপর আপনাকে ‘My Aadhaar’-এ ট্যাপ করতে হবে এবং ‘Order Aadhaar PVC Card’-এ ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপনার সিস্টেমে একটি নতুন ট্যাব খুলবে। এখানে আপনাকে ‘অর্ডার আধার PVC কার্ড’ অপশনটি সিলেক্ট করতে হবে।

স্টেপ 4: এখানে আপনি 12 ডিজিটের আধার নম্বর বা 28 ডিজিটের রেজিস্ট্রেশন আইডি পাবেন। এর সাহায্যে লগইন করুন লগইন করার জন্য আপনার রেজিস্ট্রার মোবাইলে OTP আসবে। যদি মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডে রেজিস্ট্রার না থাকে, তাহলে আপনাকে একটি অপশনাল মোবাইল নম্বর দিতে হবে যেখানে OTP আসবে। আরও পড়ুন: ‘Gadar 2’-এর জন্য অপেক্ষা করছেন? তার আগে এই OTT-তে দেখে নিন Gadar Ek Prem Katha

স্টেপ 5: OTP সেট করার পর, আপনাকে ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’-এর সামনে চেক বক্সে ক্লিক করতে হবে।

স্টেপ 6: এবার আপনাকে PVC কার্ডের জন্য পেমেন্ট করতে হবে। আপনি অর্থপ্রদানের জন্য ক্রেডিট/ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI ব্যবহার করতে পারেন।

পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি একটি Acknowledgement স্লিপ পাবেন, সেটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এতে একটি 28 সংখ্যার সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN) থাকবে, যেটা আপনাকে রেজিস্ট্রার মোবাইল নম্বরে SMS এর মাধ্যমেও পাঠানো হবে।

আধার PVC কার্ডের ফি

PVC আধার কার্ড অর্ডার করার সময় 50 (GST এবং স্পিড পোস্ট চার্জ সহ) টাকা দিতে হবে। আরও পড়ুন: লো বাজেট রেঞ্জে ভারতে আসছে Moto E13 স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here