লো বাজেট রেঞ্জে ভারতে আসছে Moto E13 স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে দাম

Highlights

  • ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতে আসছে Moto E13।
  • 10,000 টাকারও কম দামে ভারতে লঞ্চ হবে Moto E13 স্মার্টফোন।
  • 4GB RAM + 64GB স্টোরেজ পাওয়া যাবে এই ফোনে।

Motorola কয়েক দিন আগে গ্লোবাল মার্কেটে 119.99 ইউরো দামে এন্ট্রি লেভেল স্মার্টফোন Moto E13 স্মার্টফোন পেশ করেছিল। এবার খবর পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে এই ফোনটির ভারতীয় দাম এবং RAM ও স্টোরেজ ডিটেইলস সম্পর্কেও জানা গেছে। ভারতে এই ফোনটি লো বাজেটে পেশ করা হবে এবং ফোনটির দাম আন্তর্জাতিক মার্কেটের থেকেও কম রাখা হবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল তিন চাকার ইলেকট্রিক SUV, জেনে নিন ডিটেইলস

Moto E13 এর দাম

ইউরোপের বাজারে Moto E13 ফোনটি 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে। লিক রিপোর্ট অনুযায়ী ভারতে এই ফোনটিতে 4GB RAM এবং 64GB মেমরিসহ সেল করা হবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ভারতের মার্কেটে এই ফোনটির দাম 10,000 টাকার চেয়েও কম হবে। লিক থেকে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এই ফোনটি লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে।

Moto E13 এর স্পেসিফিকেশন

  • 6.5” HD+ display
  • 13MP rear camera
  • 4GB + 64GB storage
  • Unisoc T606 processor
  • 10W 5,000mAh battery

Moto E13 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি যা 60​ হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং এটির পিক্সেল ডেনসিটি 269 পিপিআই। ফোনটিকে জলের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য এটিকে IP52 রেটিং দেওয়া হয়েছে। Moto E13 এর ডায়মেনশন 164.19 x 74.95 x 8.47 এমএম এবং ওজন 179.5 গ্রাম। আরও পড়ুন: 6 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে POCO X5 Pro স্মার্টফোন, জেনে নিন ফোনটির দাম এবং স্পেসিফিকেশন

Moto E13 ফোনটি Android 13 Go edition এর সঙ্গে পেশ করা হয়েছে ফলে এতে Google Go Apps ডাউনলোড এবং ইনস্টল করা যাবে। প্রসেসিঙের জন্য এতে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ Unisoc T606 চিপসেট রয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 জিপিউ যোগ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়। ফোনটি ডুয়েল 4G VoLTE সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Moto E13 ফোনটিতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAhব্যাটারি যোগ করা হয়েছে। আরও পড়ুন: Jiobook কে টক্কর দিতে হাজির Primebook! দাম মাত্র 15 হাজার টাকা, জেনে নিন বিস্তারিতv

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here