PDF ফরম্যাটে WhatsApp Chats ডাউনলোড এবং এক্সপোর্ট করার পদ্ধতি, জেনে নিন সহজ উপায়

যারা WhatsApp Chats এ গুরুত্বপূর্ণ ডেটা শেয়ার করেন বা রিসিভ করেন তাঁরা সমস্ত চ্যাট ডাউনলোড এবং এক্সপোর্ট করে রাখতে পারেন। পার্সোনাল চ্যাটের পাশাপাশি ফ্রুপ চ্যাটও ডাউনলোড এবং এক্সপোর্ট করা যায়। জানিয়ে রাখি হোয়াটসঅ্যাপে চ্যাট ডাউনলোড এবং এক্সপোর্ট করার জন্য বিল্ট ইন ফিচার রয়েছে। প্রথমে সমস্ত চ্যাট ইমেইলে পাঁঠাতে হবে, এরপর Google Docs বা WPS Office এর মাধ্যমে সমস্ত চ্যাট PDF ফরম্যাটে বদলে নিতে পারবেন। এই পোস্টে WhatsApp Chat ডাউনলোড এবং এক্সপোর্ট করার পাশাপাশি সেটি PDF ফরম্যাটে বদলে নেওয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল।

WhatsApp Chat কি PDF ফরম্যাটে এক্সপোর্ট করা যায়?

WhatsApp এর মাধ্যমে চ্যাট ম্যাসেজ সরাসরি PDF ফরম্যাটে এক্সপোর্ট করা যায় না। তবে প্রথমে চ্যাট .txt ফাইল ফরম্যাটে এক্সপোর্ট করা যায়। এরপর সেটি PDF ফরম্যাটে কনভার্ট করে নিতে হয়। WhatsApp Chat এক্সপোর্ট করার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিৎ-

  • ইউজাররা পার্সোনাল এবং গ্রুপ উভয় চ্যাট এক্সপোর্ট করতে পারবেন।
  • মিডিয়া সহ শুধুমাত্র 10,000 লেটেস্ট ম্যাসেজ এক্সপোর্ট করা যায়, অপরদিকে মিডিয়া ছাড়া লেটেস্ট 40,000 ম্যাসেজ এক্সপোর্ট করা যায়।
  • সমস্ত চ্যাট থ্রেড একবারে এক্সপোর্ট করা যায় না।

PDF ফরম্যাটে WhatsApp Chat এক্সপোর্ট করার পদ্ধতি

WhatsApp Chat ডেটা এক্সপোর্ট করার জন্য বিল্ট ইন ফিচার রয়েছে। এর জন্য নিচে দেওয়া পদ্ধতি অনুস্রন করতে হবে।

Android ডিভাইসে WhatsApp Chat এক্সপোর্ট করার পদ্ধতি

স্টেপ-1: যে চ্যাট এক্সপোর্ট করতে চান সেটি ওপেন করুন।
স্টেপ-2: চ্যাটের ওপরের ডানদিকের কোণায় অবস্থিত থ্রি ডট অপশনে ক্লিক করুন।

স্টেপ-3: এবার More মেনু ওপেন করে Export chat অপশনে যান।

স্টেপ-4: এরপর জানতে চাওয়া হবে মিডিয়া সহ চ্যাট এক্সপোর্ট করতে চান, নাকি মিডিয়া ছাড়া।

স্টেপ-5: এরপর Share মেনু আসবে। এতে ক্লিক করার পর নিজের পছন্দ অনুযায়ী জিমেইল বা অন্য কোনো ইমেইল সার্ভিস সিলেক্ট করতে হবে। এরপর অটোমেটিক্যালি exported.txt ফাইল ইমেইলে অ্যাটাচ হয়ে যাবে। এরপর এটি নিজের ইমেইল আইডিতে সেন্ড করে নিন।

iOS ডিভাইসে WhatsApp Chat এক্সপোর্ট করার পদ্ধতি

স্টেপ-1: iOS ডিভাইসে WhatsApp Chat এক্সপোর্ট করার জন্য প্রথমে নির্দিষ্ট চ্যাট ওপেন করুন।
স্টেপ-2: কনভার্শন থ্রেডের টপে কন্ট্যাক্ট নেমে ট্যাপ করুন।
স্টেপ-3: স্ক্রিনে কন্ট্যাক্ট ইনফরমেশন দেখা যাবে। এরপর নিচে স্ক্রল করে Export conversation অপশনে ক্লিক করুন। এরপর পপ-আপ মেনু থেকে Without media সিলেক্ট করুন।
স্টেপ-4: এরপর শেয়ার উইন্ডো আসবে। এরপর এক্সপোর্ট ফাইল ইমেইলে সেন্ড করে নিন।

WhatsApp Chats ফাইল PDF ফরম্যাটে কিভাবে বদলাবেন?

WhatsApp Chats ফাইল এক্সপোর্ট করার পর সেটি PDF ফরম্যাটে কনভার্ট করার জন্য নিচের স্টেপ ফলো করুন।

Google Docs এর মাধ্যমে WhatsApp Chats কনভার্ট করার পদ্ধতি:

স্টেপ-1: কম্পিউটার বা ল্যাপটপ থেকে ইমেইল ওপেন করার পর WhatsApp থেকে এক্সপোর্ট.txt ফাইলে যান।
স্টেপ-2: মেইলের .txt ফাইলে ক্লিক করুন।
স্টেপ-3: জিমেইল ব্যাবহার করলে Open with button এ ক্লিক করুন এবং Google Docs অপশন সিলেক্ট করুন। অন্যথায় সমস্ত চ্যাট সিলেক্ট করে Google Docs এ গিয়ে পেস্ট করে দিন।
স্টেপ-4: Google Docs এ যাওয়ার পর File > Download > A PDF file সিলেক্ট করুন।
স্টেপ-5: এরপর পিসিতে PDF ফাইল সেভ করে নিন।

WPS Office অ্যাপের মাধ্যমে WhatsApp Chats কনভার্ট করার পদ্ধতি:

স্টেপ-1: যে চ্যাট মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে সেই .txt ফাইলতি স্মার্টফোনে সেভ করে নিন। এর জন্য ইমেলতিওপেন করে Download আইকনে ক্লিক করতে হবে।
স্টেপ-2: এরপর WPS Office app ডাউনলোড ও ইনস্টল করে নিন। এরপর অ্যাপটি ওপেন করে নিচের ফাইল মেনুতে ক্লিক করে ডিভাইস > ডাউনলোড অপশনে যান।
স্টেপ-3: এরপর টুল অপশনে ক্লিক করে Export to PDF অপশনে ট্যাপ করুন। Export to PDF কনফার্ম করুন। এরপর চ্যাট PDF ফরম্যাটে এক্সপোর্ট হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here