বাজারে দেদার বিকোচ্ছে Fake এবং Duplicate Xiaomi Product! জেনে নিন আসল-নকল চেনার পদ্ধতি

Xiaomi-এর সম্পর্কে বিভিন্ন সমালোচনা মাঝে মধ‍্যেই শোনা যায়। কিছু লোকেরা যেখানে এটিকে চাইনিজ কোম্পানি বলে শাওমি প্রোডাক্ট বহিস্কার করার কথা বলে, আবার কিছু মোবাইল ইউজার Xiaomi Redmi-এর প্রোডাক্ট বেস্ট বলে এই গুলিকেই কিনতে চায়। কিন্তু বহু সমালোচনা‌র পরেও ভারতে নাম্বার ওয়ান Smartphone Brand Xiaomi হয়ে আছে। শাওমির বিশাল ইউজার বেস এবং ফ‍্যান ফলোয়িং দেখে বহু ফ্রড লোকেরা এর সুযোগ নেয় এবং Fake Xiaomi Products বিক্রি করে।

Fake Xiaomi Products-এর বড়ো চালান গত বছরেও ধরা হয়েছিলো। সেই সময়ে 33 লাখ টাকার বেশি প্রাইস ভ‍্যালুর নকল Mi Products চেন্নাই এবং বেঙ্গালুরুতে বাজেয়াপ্ত করা হয়েছিল। এই বড়ো তদন্তের পর থেকে‌ই ইন্ডিয়ান টেক মার্কেটে সবাই আতঙ্কে আছে, যে বাজারে এইরকম‌ও প্রোডাক্ট আছে যেগুলিতে শাওমির নাম লেখা আছে কিন্তু সেগুলি নকল। এর মধ্যে Headphones, Mi Band, Power Bank, USB cables এবং Mobile Cover ও আছে। এই সমস্ত ফেক এম‌আই প্রোডাক্ট গুলিকে বেশিরভাগ ক্ষেত্রে ছোট শহর এবং গ্রামের মোবাইল শপে ডেলিভারি করা হচ্ছে। আপনি‌ও যদি কোনো নতুন শাওমি প্রোডাক্ট কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে নীচে দেওয়া পয়েন্ট গুলির মাধ্যমে চেনা যাবে, শাওমি প্রোডাক্ট‌টি আসল নাকি নকল।

কিভাবে চিনবেন Fake Xiaomi Products?

1. Xiaomi-এর সমস্ত অডিও ডিভাইস এবং পাওয়ার ব‍্যাঙ্কে কোম্পানি একটি সিক্রেট কোড দেয়। এই সিক্রেট কোডটিকে কোম্পানির আধিকারিক ওয়েবসাইট mi.com-এ গিয়ে চেক করা যেতে পারে। প্রোডাক্টি অরিজিনাল অর্থাৎ আসল হলে ওয়েবসাইটে সিক্রেট কোডটি ম‍্যাচ করে যাবে এবং প্রোডাক্ট‌টি ফেক হলে সেই কোডটি রিজেক্ট হয়ে যাবে।

2. Xiaomi power bank-এয কথা বলা হলে কোম্পানির অরিজিনাল প্রোডাক্টে ‘Li-Poly batteries’-এর সাইন দেওয়া থাকে। আপনি‌ও কোনো পাওয়ার ব‍্যাঙ্ক কিনলে এই সাইনটি অবশ্যই দেখবেন। পাওয়ার ব‍্যাঙ্কের ব‍্যাটারি‌তে ‘Li-ion’ অথবা ‘Li-oin’ লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে, যে সেটি নকল পাওয়া‌র ব‍্যাঙ্ক।

3. শাওমির অনুযায়ী কোম্পানির যে প্রোডাক্ট‌টিকে খুব সহজেই কপি করা যায়, সেটি হলো USB Cables। এই সময়ে মার্কেটে অত‍্যাধিক পরিমাণে শাওমির নকল ইউএসবি কেবল আছে। এটি একটি গম্ভীর সমস্যা কারন, নকল ইউএসবি ব‍্যবহার করলে স্মার্টফোন খারাপ হ‌ওয়ার সাথেই বড়ো দূর্ঘটনা‌ও হতে পারে। আসল অথবা নকল কেবল, সেটির বিল্ড কোয়ালিটি দেখে চেনা যেতে পারে। Xiaomi-এর অনুযায়ী ফেক এম‌আই কেবল একটু পাতলা হয় এবং ভাঁজ করলে খুব সহজেই ভেঙে যায়, কিন্তু ব্র‍্যান্ডের অরিজিনাল ইউএসবি কেবলের ক্ষেত্রে এরকম হয় না।

4. Xiaomi জানিয়েছে যে Mi Band-এর মতো কোম্পানির সমস্ত ফিটনেস প্রোডাক্ট Mi Fit App কম্প‍্যাটিবিলিটি সাপোর্ট করে। আপনার এম‌আই ব‍্যান্ড‌টি খুব সহজেই এই অ্যাপের সাথে পেয়ার হয়ে গেলে, বুঝে নিতে হবে সেটি অরিজিনাল। কিন্তু এম‌আঈ ব‍্যান্ড‌টি শাওমির ফিট অ্যাপের সাথে কম্প‍্যাটিবল নাহলে সম্ভাবনা থেকে যায় সেটির ফেক প্রোডাক্ট হ‌ওয়ার।

5. শাওমির বক্তব্য, যে তাদের ব্র‍্যান্ডের সমস্ত প্রোডাক্টে‌র প‍্যাকেজিং এবং রিটেল বক্সের কোয়ালিটি‌তে মনোযোগ দেওয়া হয়। কোম্পানির আসল প্রোডাক্ট এবং নকল প্রোডাক্টে‌র প‍্যাকেজিঙে অনেকটাই পার্থক্য দেখা যায়। বক্সের মাধ্যমে‌ও চেনা যেতে পারে, যে সেই Xiaomi প্রোডাক্ট‌টি অরিজিনাল নাকি ফেক। ব্র‍্যান্ডের আসল প্রোডাক্টে‌র প‍্যাকেজিং দেখার জন্য লোকেরা এম‌আই হোম অথবা এম‌আই স্টোরে গিয়ে দেখা যাবে আসল অথবা নকলের মধ্যে কতটা পার্থক্য।

6. রিটেল বক্স ছাড়া‌ঝ কোম্পানি নিজের ইউজার এবং ফ‍্যানদের পরামর্শ দেয়, যে যেকোনো Xiaomi প্রোডাক্ট কেনার সময় সেই প্রোডাক্টে‌ থাকা কোম্পানির লোগোটি অবশ্যই দেখবেন। কোম্পানির দাবি যে Mi India-এর অরিজিনাল লোগো অরিজিনাল প্রোডাক্টে‌র তুলনায় ভিত্তি দেখতে। শাওমি ইউজারদের কাছে কোম্পানির বিনতি, যে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে প‍্যাকেজিঙে‌র অরিজিনাল লোগো দেখে বুঝতে পারবেন।

Copy এবং Duplicate প্রোডাক্ট চেনা প্রয়োজন

Xiaomi-এর কোনো প্রোডাক্ট কেনার পরিকল্পনা করে থাকলে সতর্ক হ‌ওয়া প্রয়োজন। উপরের সব পয়েন্ট গুলি, যে সবসময়ই ঠিক হবে, এমনটা নয়। এই কারনে‌ই শাওমি নয়, অন‍্যান‍্য ব্র‍্যান্ডের প্রোডাক্ট কেনার হলেও কোম্পানির আধিকারিক ওয়েবসাইট অথবা রিটেল স্টোরে যাওয়া‌ই উচিত। ফেক অথবা নকল প্রোডাক্ট বিক্রি করা সাপ্লায়াররা ছোট শহর এবং গ্রাম গুলিকে টার্গেট করে, যেখানে মোবাইলের দোকান এবং রিটেল স্টোরে এই সমস্ত ফেক প্রোডাক্ট গুলিকে আসল প্রোডাক্টে‌র নাম এবং দামের সাথে খুব সহজেই বিক্রি করা যায়। এই প্রোডাক্ট গুলির মধ্যে Mobile Cover, Smart Band, headphone, power bank, Charger এবং earphones-এর মতো প্রোডাক্ট‌ও আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here