Netflix এর একাউন্ট সেফ রাখতে হলে জলদি করুন প্রোফাইল লক, এই হলো পদ্ধতি

ইন্ডিয়াতে ফেমাস ওটিটি প্ল‍্যাটফর্ম Netflix ইন্ডিয়াতে আলাদা আলাদা লাভের সাথে নিজের প্ল‍্যান পেশ করে। কোম্পানি ইন্ডিয়াতে স্ট্রিমিং দর্শকদের প্রয়োজন পুরন করার জন্য অনেক দ্রুত কাজ করছে। কিন্তু যদি আপনার কাছেও Netflix এর সাব্সক্রিপশন থাকে তাহলে খুব সাধারণ কথাই যে আপনি নিজের বন্ধু বা আত্মীয়ের সাথেও Netflix আইডি পাসওয়ার্ড শেয়ার করেছেন যার থেকে তারাও Netflix ছর কন্টেন্ট এর মজা নিতে পারে। অথচ কিছু সময় এরকম হয় যে আপনি নিঈ বন্ধু‌কে নিজের আইডি পাসওয়ার্ড দেন আর তারা আপনাকে না জিজ্ঞেস করে আপনার আইডি পাসওয়ার্ড অন্য কাউকে দিয়ে দেয়। এর থেকে বড়ো অসুবিধা‌য় পড়তে হয়।

এমতাবস্থায় এরকম সমস্যা থেকে বাঁচার জন্য আপনি নিজের Netflix একাউন্ট সিকিউর করতে পারেন যা খুবই সহজ। তো চলুন জেনে নিই আপনি নিজের Netflix একাউন্ট কিভাবে সিকিউর করবেন।

Netflix একাউন্ট করুন সিকিউর

  • সবার আগে আপনাকে নিজের Netflix একাউন্ট ওপেন করতে হবে।
  • এরপরে নিজের প্রোফাইলটিকে সিলেক্ট করুন যেটি আপনি লক করতে চান।
  • প্রোফাইল সিলেক্ট করার পরে আপনাকে টপ রাইট কর্নারে দেওয়া প্রোফাইল পিক্চারে ক্লিক করতে হবে।
  • এর নিচের দিকে Profile & Parental Controls এ ক্লিক করতে হবে।
  • এখানে আপনি প্রোফাইল লক করার অপশন দেখতে পাবেন।
  • প্রোফাইল লক করার পরে আপনাকে আবার Netflix এর পাসওয়ার্ড দিতে হবে।
  • এর পরে আপনাকে Require a PIN এর চেক বক্সে ক্লিক করতে হবে।
  • যদি এরকম কোনো ডিভাইসে একাউন্ট খোলা হয় যা আনসাপোর্টেড তাহলে তাকে PIN দেওয়ার প্রয়োজন হবে।
  • এখানে পুরো প্রসেস করার পরে Submit এ ট‍্যাপ করে দিন।
  • সাবমিট করার পরে আপনার একাউন্ট সেফ হয়ে যাবে।

Netflix monthly subscription প্ল‍্যান আর অফার

নেটফ্লিক্স ভারতে বহু রকমের মান্থলি সাব্সক্রিপশন প্ল‍্যান পেশ করে যা 199 টাকা থেকে শুরু হয় আর 799 টাকা পর্যন্ত পৌছায়। নেটফ্লিক্স প্ল‍্যানের দাম দেশের সব জায়গায় সমান, সেটা দিল্লি, মুম্বাই অথবা হায়দ্রাবাদ‌ই হোক না কেন। আসুন আগে আপনাকে ভারতের সব নেটফ্লিক্স মান্থলি সাব্সক্রিপশন প্ল‍্যান সম্পর্কে জানাই।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here