WhatsApp অ্যাকাউন্ট সেফ রাখতে চাইলে এখনই এনেবল করুন এই 5টি সেটিংস

বেশ কিছু দিন ধরে জনপ্রিয় ম‍্যাসেজিং অ্যাপ হোয়াটস‌অ্যাপ তাদের প্রাইভেসি পলিসি নিয়ে ইউজারদের মধ্যে সমালোচিত হচ্ছে। এর ফলে লাভবান হচ্ছে অন‍্যান‍্য ম‍্যাসেজিং অ্যাপগুলি এবং দিন দিন তাদের ডাউনলোড বেড়েই চলেছে। কিন্তু জানেন কি, হোয়াটস‌অ্যাপে এমন কয়েকটি সেটিংস আছে যেগুলি আপনার হোয়াটস‌অ্যাপকে আরও বেশি সিকিওর করে তুলবে। এগুলি ব‍্যবহার করে আপনার প্রোফাইল পিকচার থেকে শুরু করে স্ট‍্যাটাস পর্যন্ত হাইড করতে পারবেন। এই সেটিংসগুলি সম্পর্কে আলোচনা করার আগে জানিয়ে রাখি আপাতত হোয়াটস‌অ্যাপ তাদের প্রাইভেসি পলিসি আপডেট পিছিয়ে দিয়েছে এবং এখন এর তারিখ পিছিয়ে 15 মার্চ রাখা হয়েছে।

আরও পড়ুন: Covid-19 Vaccine এর জন্য কিভাবে রেজিস্টার করবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ

WhatsApp গ্ৰুপ প্রাইভেসি

অনেক সময় এমন হয় আমাদের এমন কোনো গ্ৰুপে জুড়ে নেওয়া হয় যেখানে আমরা থাকতে চাই না। এর থেকে বাঁচার জন্য একটি সেটিংস রয়েছে যার সাহায্যে আপনার অনুমতি ছাড়া আপনাকে কোনো হোয়াটস‌অ্যাপ গ্ৰুপে অ্যাড করা যাবে না। এর জন্য WhatsApp এর প্রাইভেসি সেটিংসে গিয়ে গ্ৰুপ সেটিংস এনেবল করতে হবে।

টু-স্টেপ ভেরিফিকেশন

হোয়াটস‌অ্যাপ সুরক্ষিত রাখার জন্য টু স্টেপ ভেরিফিকেশন অবশ‍্য‌ই অন করা উচিত। অন করার পর WhatsApp রিসেট অথবা ভেরিফাই করার জন্য 6 ডিজিটের পিন দিতে হবে। কখনও সিম হারিয়ে গেলে হোয়াটস‌অ্যাপের এই এক্সট্রা সিকিউরিটি লেয়ার ফিচার যথেষ্ট কার্যকর। এটি এনেবল করার জন্য WhatsApp এর সেটিংসে যান, এবার অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে।

আরও পড়ুন: জেনে নিন কিভাবে ডাউনলোড করবেন Mirzapur 2 Full HD ওয়েব সিরিজ, উপভোগ করুন কালীন ভাইয়া ও গুড্ডুর তুলকালাম

WhatsApp প্রোফাইল ফোটো হাইড

এই কাজের ফিচার ব‍্যবহার করে যার থেকে ইচ্ছা নিজের প্রোফাইল ফোটো ও লাস্ট সীন লুকিয়ে রাখতে পারবেন। এর জন্য WhatsApp এর সেটিংসে গিয়ে প্রাইভেসি সেটিংসের অন্তর্গত প্রোফাইল পিকচারে ক্লিক করুন। এখানে Only my contacts, all contacts এবং Nobody অপশন রয়েছে। এর মধ্যে থেকে যে কোনো অপশন সিলেক্ট করা যাবে‌।

WhatsApp স্ট‍্যাটাস প্রাইভেট করুন

অত‍্যন্ত সহজেই আপনার হোয়াটস‌অ্যাপের কোনো স্ট্যাটাস বাছাই করা কন্ট‍্যাক্টদের দেখাতে আবার প্রয়োজন হলে বাছাই করা কন্ট‍্যাক্টদের থেকে লুকাতে পারবেন। অ্যাপের সেটিংস সেকশনে স্ট‍্যাটাস প্রাইভেসি অপশন রয়েছে। এর মধ্যে My Contacts, My Contacts Except এবং Only Share With অপশন পাওয়া যাবে।

আরও পড়ুন: জেনে অত‍্যন্ত সহজে Netflix থেকে ফিল্ম ডাউনলোড করার পদ্ধতি

WhatsApp লক করুন

নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য এতে লক ব‍্যবহার করতে পারেন। এই লক এনেবল করার পর সব সময় হোয়াটস‌অ্যাপ ওপেন করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আইওএস ইউজাররা ফিঙ্গারপ্রিন্টের বদলে ফেস আইডি বা টাচ আইডি ব‍্যবহার করতে পারেন। অ্যাপের সেটিংসে গিয়ে প্রাইভেসি সেটিংসে সবার নিচে এই অপশন আছে। এনেবল করার পর টাইম দিতে হবে অর্থাৎ একবার হোয়াটস‌অ্যাপ ব‍্যবহারের কতক্ষণ পর আপনি লক করতে চান।

হোয়াটস‌অ্যাপের অবাঞ্ছিত নাম্বার ব্লক

হোয়াটস‌অ্যাপে কোনো ব‍্যাক্তির সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে না চান অথবা কারোর থেকে যদি ম‍্যাসেজ পেতে না চান তাঁর প্রোফাইল ব্লক করতে পারেন। এর জন্য সেটিংসেরপাশাপাশি ইন্ডিভিজুয়াল চ‍্যাটে অপশন রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here