জেনে অত‍্যন্ত সহজে Netflix থেকে ফিল্ম ডাউনলোড করার পদ্ধতি

গত বছর গোটা দেশে লকডাউন জারি করার ফলে বহু ফিল্মের রিলিজ স্থগিত করে দেওয়া হয়, ফলে কিছুটা বাধ্য হয়েই বলিউডকে ওটিটির দিকে পা বাড়াতে হয়। যদিও করোনা ভাইরাস ও লকডাউনের আগে থেকেই ওটিটি অর্থাৎ over the top সার্ভিসগুলির জনপ্রিয়তা অত‍্যন্ত দ্রুত বাড়তে থাকে এবং সেটি বুঝতে পেরে বিভিন্ন কোম্পানি আরও বেশি করে ইউজারদের আকর্ষণ করার জন্য নানা ধরনের অফার দিতে শুরু করে। কয়েক দিন এমনই পদক্ষেপ নিয়েছে ভারতের টপ ভিডিও স্ট্রীমিং প্ল‍্যাটফর্ম Netflix। ভারতের অন‍্যতম ওটিটি প্ল‍্যাটফর্ম নেটফ্লিক্স গত সপ্তাহে স্মার্ট ডাউনলোড নামে একটি নতুন ফিচার চালু করেছে। এই স্মার্ট ডাউনলোড ফিচারের নাম রাখা হয়েছে ‘Downloads for You’। চলুন জেনে নেওয়া যাক কি এই ফিচার এবং কিভাবে কাজ করে।

আরও পড়ুন: 4 মার্চ লঞ্চ হবে দুর্দান্ত স্মার্টফোন Realme GT 5G, লঞ্চের আগেই জেনে নিন ফোনটির সমস্ত ডিটেইলস

Downloads for You ফিচার কি?

নাম থেকেই বোঝা যাচ্ছে এই ফিচার ইউজারের পছন্দের ফিল্ম ও শো ডাউনলোড করবে। পরে যখন ইচ্ছা ইন্টারনেট ছাড়াই অর্থাৎ অফলাইনে এইসব ভিডিও উপভোগ করা যাবে। এমনকি যে সব শো দেখা হয়ে যাবে সেগুলি ডিলিট করে এই ফিচার নিজে থেকেই নতুন এপিসোড বা শো ডাউনলোড করে নেবে। ইউজার চাইলে যখন ইচ্ছা এই ফিচার বন্ধ বা চালু করতে পারবেন। তবে এই ফিচার উপভোগ করতে হলে সবার আগে এটি অ্যাক্টিভেট করাতে হবে।

পদ্ধতি সম্পর্কে বলার আগে জানিয়ে রাখি অটোমেটিক ডাউনলোড ফিচার আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য চালু করা হয়েছে। আইফোন বা আইপ‍্যাড ইউজারদের এই ফিচার হাতে পাওয়ার জন্য এখনও কিছু দিন অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Oppo লঞ্চ করবে কম দামের 5G ফোন, লিক হল OPPO F19 Pro Plus ও F19 Pro

কিভাবে চালু করবেন Netflix এর অটোমেটিক ডাউনলোড ফিচার?

– সবার আগে নেটফ্লিক্সের অ্যান্ড্রয়েড অ্যাপ ওপেন করুন‌।
– এবার Downloads সেকশনে গিয়ে এতে ক্লিক করুন।
– এখানে Downloads for You অপশন দেখা যাবে, এতে ক্লিক করুন।
– এরপর স্টোরেজ সম্পর্কে একটি প্রশ্ন করা হবে এবং এরপর এই ফিচার অন হয়ে যাবে।

NOTE: জানিয়ে রাখি এখানে সমস্ত ডাউনলোড ফোনের স্টোরেজে নয়, বরং নেটফ্লিক্স অ্যাপের স্টোরেজে করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here