কোথায় পাবেন পুরোনো ফোনের জন্য সবচেয়ে বেশি দাম? জেনে নিন কিভাবে বেচবেন

একটা সময় ছিল যখন ফোন কেনার আগেই ক্রেতা এটা ভেবে নিত যে এই ফোনটি অন্তত দুই-তিন বছর তো চালাতেই হবে। কিন্তু এখন সময় বদলে গেছে। টেকনোলজি অত্যন্ত এগিয়ে গেছে এবং প্রতি ছয় মাস অন্তর ফোনের টেকনিক সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে। তাই অধিকাংশ মানুষ চেষ্টা করে যাতে ছয় মাস পরপরই ফোন পাল্টানো যায়। পুরোনো ফোন ভালো দামে বেচে নতুন ফোন কেনা, এটাই মূল লক্ষ্য। নতুন ফোন কেনার জন্য অনলাইন ও অফলাইন প্ল‍্যাটফর্মের অভাব নেই কিন্তু পুরোনো ফোন কেনার লোকের অভাব। আবার কেউ যদি কিনতে রাজি হয়েও যায় সে এমন দাম বলে যে আর বেচার ইচ্ছা থাকে না। কয়েক বছর আগেও এখনকার মতো এতো বেশি পরিমাণে ফোন বেচাকেনা হতো না, তবুও তখন বন্ধুবান্ধব বা পরিবারের মধ্যেই ফোন বেচা হয়ে যেত। কিন্তু এখন ছয় মাস অন্তর ফোন বেচা সত্যিই একটু ঝক্কির ব‍্যাপার।

6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হলো 48 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 4,020 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Oppo F11

অনলাইন কেনাকাটার সময় এক্সচেঞ্জের অপশন থাকলেও এখানেও সেই ঠকতেই হয়। এক্ষেত্রেও পুরোনো ফোনের বদলে এতটাই কম দাম দেওয়া হয় যে ফোন বেচার বদলে ঘরে রেখে দেওয়াও ভালো মনে হয়। কিন্তু আজ এমন কিছু অ্যাপ ও সাইট আছে যারা আপনার ফোনের বদলে ন‍্যায‍্য দাম দেয়। এইসব প্ল‍্যাটফর্মে ফোন বেচে কোনো দুশ্চিন্তা ছাড়াই সঠিক দাম পাওয়া যায়। সবচেয়ে বড়ো কথা এইসব সাইট নগদ টাকা দেয় এবং বাড়ি থেকে এসে ফোন নিয়ে যায়। এর ফলে খুব সহজেই সঠিক দায়ের বিনিময়ে ফোন বেচা সম্ভব হয়ে যায়। আমরা আজ এমনই 5টি ওয়েবসাইটের কথা আপনাদের বলবো।

ক‍্যাশিফাই ডট ইন
আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি সমালোচিত সাইট cashify.in। এখানে আপনি আপনার পুরোনো ফোন খুব সহজেই বেচতে পারবেন। ক‍্যাশিফাই ডট ইনের ওয়েবসাইট ছাড়া মোবাইল অ্যাপ‌ও আছে। পুরোনো ফোন বেচার সময় সবার আগে এখানে ফোনের বয়স ও বক্স কন্টেন্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়। এরপর ফোনের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় এবং বলে দেওয়া হয় আপনি আপনার ফোনের জন্য কত টাকা পাবেন। খুব সহজেই মাত্র কয়েকটি ক্লিকের পরেই আপনি এই তথ্য পেয়ে যাবেন।

4 জুলাই ভারতে আসতে চলেছে Xiaomi এর সস্তা স্মার্টফোন Redmi 7A, আবার কি হবে নতুন রেকর্ড?

এরপর আপনি ফোন পিক আপ অর্থাৎ নিয়ে যাওয়ার স্থান ও সময় বেছে নেবেন। যে এক্সেকিউটিভ আপনার থেকে ফোন সংগ্ৰহ করতে যাবে সে আপনাকে তৎক্ষণাৎ ফোনের নির্ধারিত দাম দিয়ে দেবে। তবে কিছু ক্ষেত্রে ক‍্যাশিফাই ইউপিআইয়ের মাধ্যমে দাম মেটায়।

গেট ইন্স্টা ক‍্যাশ
getinstacash.in এর সার্ভিস‌ও ক‍্যাশিফাই এর মতোই এবং এই সাইটেও আপনি বাড়ি বসে ফোন বেচে দাম পেতে পারেন। সবচেয়ে বড়ো কথা এখানে ফোন বেচার জন্য যেসব তথ্যের প্রয়োজনে হয় তা একটি পেজের মধ্যেই দেওয়া আছে। এর ফলে খুব সহজেই পেজ স্ক্রল করে আপনি আপনার ফোন সম্পর্কে তথ্য দিতে পারবেন এবং এখানেই আপনার ফোনের দাম সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। এরপর আপনাকে পিক আপ বেছে নিতে হবে। এরপর আপনার পূর্ব নির্ধারিত সময় ও স্থানে কোম্পানির এক্সেকিউটিভ এসে আপনার বলা ফোনের তথ্য চেক করে ফোনের দাম মিটিয়ে ফোন নিয়ে যায়।

5,000 এম‌এএইচের ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Vivo Y12, দাম মাত্র 11,990 টাকা

রিসাইকেল ডিভাইস
আপনি যদি আপনার পুরোনো ফোন বেচতে চান তবে recycledevice.com ও একটি ভালো প্ল‍্যাটফর্ম। এখানে কিছু ডিভাইস বেচার সময় আমরা অন‍্যান‍্য জায়গার থেকে বেশি দাম পেয়েছি। এমনকি অন‍্যান‍্য সাইটের তুলনায় প্রায় 1,000 টাকা বেশি দাম দেওয়া হচ্ছিল। আর ফোন বেচার পদ্ধতি প্রায় আগের সাইটগুলির মতোই। আগে আপনার ফোন সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে এবং এরপর আপনার ফোনের জন্য যথাযথ দাম জানানো হবে। এরপর আপনাকে আপনার ফোনের পিক আপ টাইম ও লোকেশন দিতে হবে।

সেল‌এনক‍্যাশ
আপনার ফোন বেচার আগে অবশ্যই আপনার ফোনের দাম একাধিক সাইটে দেখে নেওয়া উচিত যে কোথায় আপনি ফোনের জন্য সবচেয়ে বেশি দাম পাবেন। sellncash.com ও বর্তমানে একটি অন্যতম ট্রেন্ডিং ওয়েবসাইট। এখানেও আপনি আপনার ফোন ও ট‍্যাবলেট বেচতে পারবেন। ডিভাইস বেচার জন্য সবার আগে ব্র‍্যান্ড ও তারপর মডেলের নাম বেছে নিতে হবে। এরপর ফোনের অবস্থা সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে এবং আপনাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর আপনার ফোনের দাম জানিয়ে দেওয়া হবে। সব শেষে আপনার ফোনের পিক আপ সেট করতে হবে।

Oppo নিয়ে এলো বিশেষ টেকনোলজি, এখন নেটওয়ার্ক ছাড়াও ফোনে কথা বলা যাবে

ক‍্যাশ অন পিক
cashonpick.com সাইটেও পুরোনো ফোনের বদলে ভালো দাম পাওয়া যায় এবং এখানেও ফোন বেচার পদ্ধতি এক‌ই যেমনটা অন‍্যান‍্য সাইটের ক্ষেত্রে দেখা যায়। সবার আগে ব্র‍্যান্ড অনুযায়ী বা আপনার ফোনের নাম সার্চ করে ফোন মডেল বেছে নিন। এরপর ফোন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হবে। সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে আপনার ফোনের জন্য যথার্থ দাম জানিয়ে দেওয়া হবে। এরপর সব ক্ষেত্রে্য্য এখানেও পিক আপ দিতে হবে।

এই ওয়েবসাইটগুলির সার্ভিস যথেষ্ট ভালো এবং নিজে থেকে পুরোনো ফোনের জন্য ক্রেতা খোঁঁজার বদলে এখানে ফোন বেচা অনেক সহজ। তাছাড়া এই সাইটগুলি ফোনের জন্য সঠিক দাম দেয়, যার ফলে বাড়ি বসেই ফোনের দাম জেনে নেওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here