এবার থেকে আধার কার্ডের সাহায্যেই সেট করতে পারবেন UPI PIN, জেনে নিন উপায় 

দেশে ডিজিটাল এবং ক্যাশ লেস পেমেন্টকে উৎসাহ দেওয়ার জন্য ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NCPI) UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) সংক্রান্ত নতুন নিয়ম পেশ করেছে। এখন ইউজারদের UPI পিন সেট করার জন্য ডেবিট কার্ডের প্রয়োজন হবে না। বরং ইউজাররা আধার কার্ডের সাহায্যে UPI পিন সেট করতে পারবেন। তবে এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। বর্তমানে, শুধুমাত্র কয়েকটি ব্যাঙ্ক এবং UPI অ্যাপ এই সিস্টেমের সাথে যুক্ত রয়েছে। জেনে নিন ডেবিট কার্ড ছাড়া আধার কার্ডের মাধ্যমে UPI পিন সেট করার উপায়। আরও পড়ুন: মাত্র 10 মিনিটেরও কম সময়ে ফুল চার্জ হয়ে যাবে ফোন, সামনে এল 240W ফাস্ট চার্জিং টেকনিক! 

আধার কার্ডের সাথে UPI পিন সেট করার উপায়

UPI পেমেন্টগুলিকে আগের চেয়ে আরও সুবিধাজনক করার জন্য আধারের সাথে পিন সেট করার ফিচার আনা হয়েছে। এবার এই ধরনের ইউজাররাও UPI অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু ডেবিট কার্ড নেই। অর্থাৎ UPI ভিত্তিক পেমেন্ট সিস্টেমের সাথে যুক্ত হওয়ার জন্য ইউজারদের ডেবিট বা ATM কার্ডের প্রয়োজন হবে না।

তবে এর জন্য ব্যাঙ্কের ইউজারদের আধার কার্ড এবং মোবাইল নম্বর অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। NCPI-এর এই নতুন ফিচার সম্পর্কে বলা হচ্ছে যে এর মাধ্যমে আরও বেশি ইউজার UPI পেমেন্টে যোগ দেবে। আরও পড়ুন: ভারতে আসতে চলেছে 15 হাজার টাকা দামের দুটি Samsung 5G স্মার্টফোন, এই মাসেই লঞ্চ হবে Galaxy A14 5G এবং A23 5G

আধার কার্ডের সাহায্যে PayTM, Google Pay-এর মতো অ্যাপে UPI পিন সেট করার উপায়

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NCPI) UPI আইডি তৈরি করতে এবং পেমেন্টের জন্য পিন জেনারেট করার জন্য আধার কার্ড ভেরিফিকেশন সার্ভিস চালু করেছে, যা খুবই সহজ প্রক্রিয়া।

স্টেপ 1 – প্রথমে আপনাদের ফোনে BHIM UPI বা যেকোনো UPI-পেমেন্ট অ্যাপ যেমন – PayTM, Google Pay, PhonePe ডাউনলোড করতে হবে। আপনার ফোনের অফিসিয়াল অ্যাপ স্টোর – গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা উচিত।

স্টেপ 2 – অ্যাপটি খুলতে হবে এবং UPI আইডি সিলেক্ট করতে হবে। এই জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি দিতে হবে। ওই একই সিমটি যেন আপনার ফোনে থাকে। তারপর আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে।

স্টেপ 3 – এখন আপনাকে আপনার UPI আইডি তৈরি করতে ‘Aadhaar based verification’ এ ক্লিক করতে হবে এবং সমস্ত শর্তাবলী মেনে নিতে হবে।

স্টেপ 4 – তারপর আপনাকে আধার কার্ড নম্বর দিয়ে আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে এবং ‘Confirm’ এ প্রেস করতে হবে। পরবর্তী পেজে আপনাকে একটি UPI পিন তৈরি করতে বলা হবে।

স্টেপ 5 – এখন আপনার আধার কার্ড থেকে রেজিস্ট্রার মোবাইল নম্বরে একটি OTP আসবে, যা দেওয়ার পরে আপনি আধার থেকে UPI আইডি পাবেন। তারপর আপনাকে আরও একবার পিন লিখতে বলা হবে। পিন কনফার্ম করার পরে আপনার UPI পিন পেমেন্টের জন্য তৈরি হয়ে যাবে। আপনি যেকোনো UPI মোবাইল নম্বর বা QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।

নোট: আধার কার্ড-ভিত্তিক UPI পিন পরিষেবা বর্তমানে কয়েকটি UPI-ভিত্তিক অ্যাপের জন্যই উপলব্ধ। পাশাপাশি, কিছু ব্যাঙ্ককেও আধার ভিত্তিক UPI রেজিস্ট্রেশনের অনুমতি নিতে হবে। বর্তমানে, দেশের মাত্র 11টি ব্যাঙ্ক আধার কার্ড ভিত্তিক UPI পিন তৈরি করার সুবিধা দিচ্ছে। আরও পড়ুন: প্রকাশ্যে এল Shahid Kapoor-এর ওয়েব সিরিজ ‘Farzi’-এর রিলিজ ডেট, জেনে নিন কবে এবং কোথায় হবে স্ট্রীম

এইসব ব্যাঙ্কে আধার ভিত্তিক UPI পিন পরিষেবা রয়েছে

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
কো-অপারেটিভ ব্যাঙ্ক
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক
কেরালা গ্রামীণ ব্যাঙ্ক
কর্ণাটক গ্রামীণ ব্যাঙ্ক
কানারা ব্যাঙ্ক
করুর বৈশ্য ব্যাঙ্ক
রাজস্থান সমবায় ব্যাঙ্ক
ইউকো ব্যাঙ্ক
পাঞ্জাব সিন্ধু ব্যাঙ্ক
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here