Jio ইউজারদের জন্য সুখবর, মাত্র 61 টাকার রিচার্জে পাওয়া যাবে আনলিমিটেড 5G ডেটা

Highlights

  • চুপিসারে ‘5G Upgrade’ ডেটা প্যাক পেশ করেছে Reliance Jio।
  • এই প্যাকের দাম 61 টাকা এবং এতে 6GB ডেটা পাওয়া যায়।
  • এই 5G Upgrade data pack-এ 6GB high-speed 4G data দেওয়া হচ্ছে।

Reliance Jio চুপিসারে ভারতে তাদের নতুন 5G Upgrade data pack পেশ করেছে। এই প্যাকের দাম রাখা হয়েছে 61 টাকা। যেসব ইউজার 5G তে আপগ্রেড করতে চান তাদের জন্য এটি একটি সেরা অপশন হতে চলেছে। এই ডেটা প্যাকের প্রধান উদ্দেশ্য Jio গ্রাহকদের 5G সার্ভিস উপভোগের সুযোগ করে দেওয়া। তবে এই প্ল্যানের সঙ্গে অতিরিক্ত 6GB হাই স্পীড 4G ডেটাও পাওয়া যাচ্ছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক জিওর এই নতুন 5G Upgrade data pack সম্পর্কে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Infinix Zero 5G Turbo এবং Zero 5G 2023 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

Reliance Jio 5G Upgrade data pack

Reliance Jio এর নতুন 61 টাকা দামের 5G প্রিপেইড রিচার্জ প্যাকে 6GB হাই স্পীড 4G data পাওয়া যায়। এই প্ল্যানটি কোম্পানির 119 টাকা, 149 টাকা, 179 টাকা এবং 209 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানের সঙ্গে উপভোগ করা যায়।

61 টাকার আপগ্রেড ডেটা প্যাকের সঙ্গে ইউজারদের Jio 5G সার্ভিস উপভোগের সুযোগের পাশাপাশি আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হয়। তবে এই আনলিমিটেড 5G ডেটা তখনই পাওয়া যাবে যখন ইউজারদের শহরে জিও ট্রু 5G সার্ভিস লাইভ থাকবে এবং তাদের জিও ওয়েলকাম অফারের ইনভিটেশন পাঠানো হবে। এই প্ল্যানের কোনো নির্দিষ্ট ভ্যালিডিটি নেই, বরং অ্যাক্টিভ প্ল্যানের ভ্যালিডিটির সঙ্গেই এই প্ল্যানটিও শেষ হবে। আরও পড়ুন: এই বছর ফ্রিতে দেখা যাবে IPL এর সব ম্যাচ, জেনে নিন কোথায় এবং কীভাবে দেখবেন

কি এই 5G আপগ্রেড?

এমনটা যারা ভাবছেন যে এই প্ল্যানটি রিচার্জ করলে তাদের ফোনে 5G নেটওয়ার্ক আসতে শুরু করবে তাঁরা একেবারেই ভুল ভাবছেন। যদি ইউজারদের কাছে 5G স্মার্টফোন থাকে এবং তাঁরা এমন কোনো শহরে থাকেন যেখানে ইতিমধ্যে 5G পরিষেবা চালু করে দেওয়া হয়েছে শুধুমাত্র তবেই 5G নেটওয়ার্ক পাওয়া যাবে। জানিয়ে রাখি বর্তমানে জিওর 5G সার্ভিস সমস্ত গ্রাহকদের জন্য লাইভ করা হয়নি, কোম্পানির বাছাই করা গ্রাহকরাই এই পরিষেবা উপভোগ করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here