ভারতে আসতে চলেছে 15 হাজার টাকা দামের দুটি Samsung 5G স্মার্টফোন, এই মাসেই লঞ্চ হবে Galaxy A14 5G এবং A23 5G

ভারতের বাজারের অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড Samsung তাদের 5G পোর্টফোলিওতে শীঘ্রই ফেরবদল ঘটাতে চলেছে। কোম্পানি এই মাসেই দেশের মার্কেটে Samsung Galaxy A14 5G এবং Samsung Galaxy A23 5G ফোনদুটি লঞ্চ করবে। এই ফোনগুলির দাম 15 হাজার টাকা থেকে শুরু হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ফোনগুলি সরাসরি লেটেস্ট Redmi Note 12 5G ফোনটিকে টেক্কা দেবে। নিচে এবিষয়ে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: প্রকাশ্যে এল Shahid Kapoor-এর ওয়েব সিরিজ ‘Farzi’-এর রিলিজ ডেট, জেনে নিন কবে এবং কোথায় হবে স্ট্রীম

Samsung 5G স্মার্টফোনের সম্ভাব্য দাম

প্রথমেই জানিয়ে রাখি কোম্পানির লেটেস্ট Samsung Galaxy A14 5G এবং Samsung Galaxy A23 5G ফোনদুটি এই মাসের 14 থেকে 20 জানুয়ারির মধ্যে ভারতে লঞ্চ করা হবে। এই দুটি ফোনই মিড বাজেট সেগমেন্টে পেশ করা হবে এবং এগুলির প্রাথমিক দাম 15,000 টাকার কাছাকাছি হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি এটি অবশ্যই ফোনগুলির বেস ভেরিয়েন্টের দাম হবে। অনলাইন শপিং সাইটের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমেও Samsung Galaxy A14 5G এবং Galaxy A23 5G ফোনদুটি সেল করা হবে।

Samsung Galaxy A14 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

কোম্পানি তাদের নতুন Samsung Galaxy A14 5G ফোনটিতে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির full HD+ ডিসপ্লে যোগ করেছে। জানিয়ে রাখি এই ফোনের স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির স্ক্রিনের তিন দিক বেজল লেস রাখা হয়েছে, তবে এর নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। ফোনটির ডায়মেনশন 167.7 x 78.0 x 9.1 এমএম এবং ওজন 204 গ্রাম। আরও পড়ুন: Flipkart থেকে 12 হাজার টাকার ফোন কিনে 42 হাজার টাকা পেলেন এক মহিলা! কীভাবে? জেনে নিন বিস্তারিত 

Samsung Galaxy A14 5G ফোনটি Android 13 এবং OneUI 5 এর লেয়ারিঙের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ MediaTek Dimensity 700 চিপসেটে রান করে। ইন্টারন্যাশনাল মার্কেটে Samsung Galaxy A14 5G ফোনটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে। এছাড়া ফোনটির মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A14 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED flash এর সঙ্গে f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, f/2.4 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: এসে গেল Sony-Honda-এর ইলেকট্রিক কার আফীলা, জেনে নিন ফিচার

Samsung Galaxy A14 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4G এবং 5G উভয় নেটওয়ার্কে কাজ করে। বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচার ছাড়াও এই ফোনে 3.5 এমএম জ্যাক এবং এনএফসি রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যুক্ত 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here