এবার নিশ্চিন্তে বদলে ফেলুন পুরনো আইফোন, এই সহজ স্টেপ গুলোর মাধ্যমে এক নিমেষে হয়ে যাবে নতুন ফোনে ডেটা কপি

নতুন মোবাইল ফোন কিনলে সকলেরই আনন্দ হয়। আর সেই নতুন ফোনটি যদি হয় আপনার প্রিয় আইফোন মডেল হয়, তাহলে তো কিছু বলারই নেই। এটা অনেকাংশে ঠিক যে, একবার কেও আইফোন ব্যবহার করা শুরু করলে সে আর অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করেন না। তবে যেহেতু আইফোন অনেক ব্যয়বহুল, তাই প্রতি বছর একটি নতুন আইফোন মডেল কেনা সকলের পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনি যদি নিজের জন্য একটি নতুন অ্যাপল আইফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারণ এই পোস্টে আপনাদের জানাবো যে কীভাবে আপনি আপনার পুরানো আইফোনের সম্পূর্ণ ডেটা নতুন আইফোনে কপি করতে পারবেন।

ডেটা কপি করার আগে এই কাজটি করুন

1. প্রথমে আপনার উভয় iPhone চার্জ করুন।

2. নতুন ফোন এবং পুরানো মোবাইলের পাসকোডটি মনে রাখবেন, প্রয়োজনে লিখে রাখতে পারেন।

3. যেই ফোনটি থেকে ডেটা কপি বা ট্রান্সফার করা হবে সেই ফোনে Apple ID এক্টিভ থাকতে হবে। না থাকলে লগইন করুন।

4. পুরানো মোবাইল ফোনে উপস্থিত ডেটার ব্যাক আপ নিন।

5. ডেটা ট্রান্সফার শুরু করার আগে, আপনার Wi-Fi কানেকশনটিও পরীক্ষা করে দেখুন, যাতে মাঝপথে সমস্যা না হয়।

পুরানো আইফোনের ডেটা নতুন আইফোনে কপি করার পদ্ধতি

1. পুরনো এবং নতুন উভয় আইফোনকে কাছাকাছি রাখুন এবং নতুন ফোন চালু করুন

2. চালু করার পরে, নতুন আইফোনে Welcome উইন্ডোটি সামনে আসবে এবং এর পরে আপনাকে ভাষা নির্বাচন করতে হবে

3. ভাষা নির্বাচন করার সময় আপনার কাছে রাখা পুরানো iPhone-এ Set Up New iPhone-এর একটি পপ-আপ দেখা যাবে।

4. এই পপ-আপে উপস্থিত Continue বাটনটি ক্লিক করুন

5. পুরানো আইফোনে Continue বাটনে ক্লিক করলে দুটি আইফোনে একসাথে দুটি আলাদা আলাদা প্রসেস শুরু হবে –

(i) নতুন আইফোনে Waiting for other iphone সামনে আসবে যার নিচে একটি প্যাটার্ন ইমেজ থাকবে।
(ii) পুরানো আইফোনে, ক্যামেরাটি খুলে যাবে এবং রাউন্ড সার্কেল লেন্সের আকারটি স্ক্রিনে দেখা যাবে।

6. এবার নতুন আইফোনে আসা ছবিটি পুরনো আইফোনের ক্যামেরা লেন্স এ স্ক্যান করুন

7. প্যাটার্ন ইমেজ স্ক্যান করার পরে, নতুন আইফোনে পুরানো আইফোনের পাসকোড লিখতে হবে

8. পাসকোড দেওয়ার পরে, নতুন আইফোনে ফেস আইডি স্ক্যান করতে হবে, এখানে আপনার মুখের একটি স্ক্যান দিয়ে Continue করুন।

9. Continue তে ক্লিক করলে, ‘Transfer data from, আপনার পুরনো আইফোন এর নাম লেখা আসবে, এখানেও Continue করুন

10. এবার টার্মস এবং কন্ডিশন এ Accept করলে পুরানো আইফোনের সমস্ত ডেটা স্বয়ংক্রিয়ভাবে নতুন আইফোনে কপি হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here