আপনার মুখ বোর্ডিং পাসের কাজ করবে, জেনে নিন Digi Yatra অ্যাপটি ব্যবহার করার উপায় 

কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক Digi Yatra সার্ভিস লঞ্চ করেছে। এর জন্য, ভারত সরকার ডিজি যাত্রা ফাউন্ডেশন তৈরি করেছে, যা বিমান ভ্রমণের সময় ভারতীয় নাগরিকদের বিমানবন্দরে Contactless এবং সুবিধাজনক সিকিউরিটি চেকআউট বোর্ডিং এর সুবিধা দেয়। এর জন্য Digi Yatra অ্যাপটি তৈরি করা হয়েছে, যার সাহায্যে যাত্রীদের বিমানবন্দরে প্রবেশের সময় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না। আজকের এই পোস্টে আপনাদের Digi Yatra অ্যাপটি সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ব্যানড করা হল এই গ্রামে বাচ্চাদের ফোন ব্যাবহার! অমান্য করলে 200 টাকা জরিমানা

Digi Yatra সার্ভিয়া বর্তমানে শুধুমাত্র ভারতের তিনটি বিমানবন্দরে উপলব্ধ – নতুন দিল্লি, বারাণসী এবং বেঙ্গালুরু। এতে বিমানবন্দরে যাত্রীদের ফেসিয়াল রিকগনিশন টেকনোলজির মাধ্যমে প্রবেশ করানো হয়। অর্থাৎ, বোর্ডিং-এর জন্য যাত্রীদের কোনো না কোনো আইডি প্রুফ সঙ্গে রাখতে হবে। এছাড়া কোন বোর্ডিং পাস লাগবে না। এই সুবিধাটি পাওয়ার জন্য যাত্রীদের Digi Yatra অ্যাপে রেজিস্ট্রার করতে হবে। এই অ্যাপটি Android এবং iOS-এ ডাউনলোডের জন্য উপলব্ধ।

DigiYatra অ্যাপটি বর্তমানে শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের জন্য উপলব্ধ। সরকার বলছে যে 2023 সালের মার্চের মধ্যে, হায়দরাবাদ, কলকাতা, পুনে এবং বিজয়ওয়াড়া বিমানবন্দরে ডিজি যাত্রা সুবিধা শুরু হয়ে যাবে। পর্যায়ক্রমে সকল বিমানবন্দরে এই সুবিধা কার্যকর করা হবে। এবার আপনাদের Digi Yatra অ্যাপে রেজিস্ট্রার করার উপায় সম্পর্কে জানালাম।

কিভাবে Digi Yatra ব্যবহার করবেন?

Digi Yatra এর সুবিধা পাওয়ার জন্য যাত্রীদের Digi Yatra ফাউন্ডেশনের অ্যাপে রেজিস্ট্রার করতে হবে। এই রেজিস্ট্রেশনের পরে আপনি এয়ারপোর্টে সহজেই লাইনে না দাঁড়িয়ে টিকিট এবং আইডি প্রুফ সহ প্রবেশ করতে পারবে।

Digi Yatra তে রেজিষ্ট্রেশনের জন্য আপনি যেই ডকুমেন্টটি ব্যবহার করবেন এয়ারলাইনের টিকিট কেনার সময় আপনাকে একই ডকুমেন্ট দিতে হবে। এয়ারপোর্টে যাওয়ার আগে, DigiYatra অ্যাপে আপনার বোর্ডিং পাস বা টিকিট স্ক্যান করতে ভুলবেন না। তারপর এয়ারপোর্টে প্রবেশের সময় Digi Yatra গেটে আপনার বোর্ডিং কোড স্ক্যান করার পরে আপনাকে ফেস ভেরিফাই করতে হবে এবং প্রাক-সিকিউরিটি ছাড়াই বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন। আরও পড়ুন: UPDATE: এই শহরগুলিতে পাওয়া যাচ্ছে Airtel এবং Jio-এর 5G পরিষেবা, দেখে নিন তালিকা 

Digi Yatra অ্যাপে রেজিষ্ট্রেশন করার উপায়

স্টেপ 1: প্রথমে আপনার ফোনে Digi Yatra অ্যাপ ডাউনলোড করুন।

স্টেপ 2: অ্যাপটি খুলুন এবং রেজিষ্ট্রেশন প্রসেস শুরু করুন।

স্টেপ 3: তারপর যাত্রীদের তাদের মোবাইল নম্বর লিখতে হবে এবং রেজিস্টারে ট্যাপ করতে হবে।

স্টেপ 4: তারপর আপনার ফোনে OTP আসবে, সেটা দিতে হবে৷

স্টেপ 5: তারপর আপনাকে অ্যাপের নীচে দেখানো ওয়ালেট অপশনে ট্যাপ করতে হবে

স্টেপ 6: এখানে আপনাকে Identity Creditials এ ট্যাপ করতে হবে এবং আধার ভেরিফাই ডকুমেন্ট আপলোড করতে হবে।

স্টেপ 7: এর পরে আপনাকে আপনার সেলফি আপলোড করতে হবে।

Digi Yatra সম্পর্কিত প্রশ্ন 

Digi Yatra অ্যাপ কীভাবে কাজ করে?

Digi Yatra যাত্রীর আইডেন্টিটি ভেরিফাই করার জন্য ফেসিয়াল রিকগনিশন সিস্টেম (FRS) ব্যবহার করে। এর সাহায্যে, যাত্রীদের বিমানবন্দরে প্রবেশ, প্রাক-সিকিউরিটি এবং বোর্ডিংয়ে কম সময় লাগে।

 এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন?

Digi Yatra অ্যাপের Android এবং iOS ইউজাররা তাদের নিজ নিজ অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করা যাবে।

Digi Yatra অ্যাপে কার ডেটা রয়েছে?

Digi Yatra ID তৈরি করার জন্য যাত্রীদের App এর সাথে তাদের নাম, ইমেল এড্রেস, মোবাইল লিখতে এবং একটি আধার ভেরিফাইড ডকুমেন্ট যেমন – আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার আইডি কার্ড শেয়ার করতে হবে। যাত্রীদের টিকিট কেনার সময় সেই আইডি ব্যবহার করতে হবে যেটি দিয়ে তিনি Digi Yatra তে রেজিস্ট্রার করেছেন। আরও পড়ুন: আমরা Jio True 5G এবং Airtel 5G Plus এর স্পিড টেস্ট করেছি, দেখে নিন রেজাল্ট 

Digi Yatra কোন কোন এয়ারপোর্ট এবং এয়ারলাইন্সে উপস্থিত রয়েছে?

Digi Yatra বর্তমানে দেশের তিনটি বিমানবন্দরে রয়েছে। বর্তমানে, এই পরিষেবা শুধুমাত্র ডোমেস্টিক যাত্রার সময় ব্যবহার করা যাবে। যেসব বিমানবন্দরে Digi Yatra এর সুবিধা আছে, সেগুলি হল-

  •  ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দর, দিল্লি
  • লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর, বারাণসী
  • কেম্পেগৌদা আন্তর্জাতিক বিমানবন্দর, ব্যাঙ্গালোর

2023 সালের মার্চের মধ্যে, এই সুবিধা হায়দ্রাবাদ, পুনে, কলকাতা, বিজয়ওয়াড়া বিমানবন্দরেও শুরু হবে। পর্যায়ক্রমে সকল বিমানবন্দরে এই সুবিধা কার্যকর করা হবে। Digi Yatra বর্তমানে শুধুমাত্র – এয়ার ইন্ডিয়া, ভিস্তারা এবং ইন্ডিগো এয়ারলাইন্স যাত্রীদের জন্য উপলব্ধ। GoFirst এবং SpiceJet-এর জন্য শীঘ্রই এই সুবিধা চালু করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here