WhatsApp তাদের ইউজারদের কিছু দিন আগেই ডিলিট মেসেজ রিকোভার করার ফিচার রোলআউট করেছে। এই ফিচারটির সাহায্যে, ইউজাররা “Delete For Myself” এবং “Delete For Everyone” ট্যাপ এর মাধ্যমে ডিলিট করা ম্যাসেজগুলি রিকোভার করতে পারবে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে অনেক সময় ইউজাররা অজান্তেই গ্রুপে কোন ম্যাসেজ পাঠায়। যেটা ডিলিট করার জন্য, তারা ভুল করে “Delete for everyone” এর পরিবর্তে “Delete for Me” অপশনে ট্যাপ করে। এই কারণে, আসল মেসেজটি গ্রুপে থেকে যায়, যা ইউজারদের অনেক সময় অস্বস্তিতে ফেলে দেয়। ইউজারদের এমন বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে এই নতুন ফিচারটি আনা হয়েছে। আরও পড়ুন: ভারতে এই দামে লঞ্চ হবে Tecno Phantom X2 5G স্মার্টফোন, এটাই হতে পারে বিশ্বের সবচেয়ে সস্তা Dimensity 9000 সহ স্মার্টফোন
‘Accidental Delete’ ফিচারটি কীভাবে কাজ করবে?
Accidental Delete’ ফিচারটির সুবিধা শুধুমাত্র কোন ম্যাসেজ ডিলিট করার পাঁচ সেকেন্ডের মধ্যেই পাওয়া যাবে। অর্থাৎ ইউজাররা মেসেজ ডিলিট করার সাথে সাথেই UNDO অপশন পাবেন, যেখানে ইউজাররা মেসেজটি আবার রিকভার করার জন্য Delete For Everyone অপশনটি পাবেন।
“Delete for Me” 🤦🤦🤦
We’ve all been there, but now you can UNDO when you accidentally delete a message for you that you meant to delete for everyone! pic.twitter.com/wWgJ3JRc2r
— WhatsApp (@WhatsApp) December 19, 2022
WhatsApp এ “Delete For Everyone” অপশনটি 2017 সালে এসেছিল, যার সাহায্যে ইউজাররা গ্রুপে পাঠানো মেসেজগুলি ডিলিট করে ফেলার অপশন পেত। যারা ভুল করে মেসেজ পাঠাতেন তাদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে এই ফিচারটি আনা হয়েছিল। আরও পড়ুন: এই শহরগুলিতে পাওয়া যাচ্ছে Airtel এবং Jio-এর 5G পরিষেবা, দেখে নিন তালিকা
যদিও প্রথমদিকে যখন এই অপশনটি চালু হয়, তখন ইউজাররা প্রাথমিকভাবে এটি শুধুমাত্র সাত মিনিটের জন্য ব্যবহার করতে পারত, কিন্তু WhatsApp এই বছর থেকে এই ফিচারটি ব্যবহার করার সর্বোচ্চ সময়সীমা বাড়িয়ে দুই দিন বারো ঘন্টা করেছে।
WhatsApp এর আসন্ন ফিচার
WhatsApp এবার Apple iPhone এ ভিডিও কলের জন্য পিকচার-ইন-পিকচার (PiP) মোড সহ বেশ কয়েকটি নতুন ফিচার রোল আউট করার জন্য কাজ করছে বলে জানা গেছে। WhatsApp আজকাল তাদের iOS অ্যাপে ভিডিও কল করার জন্য পিকচার-ইন-পিকচার (PiP) মোড টেস্ট করছে। এই ফিচারটির সাহায্যে, হোয়াটসঅ্যাপ ইউজাররা ভিডিও কলের সময় অন্যান্য অ্যাপ ব্যবহার করতে পারবেন। আরও পড়ুন: অবশেষে স্বস্তি পেল চীনা ব্র্যান্ড Xiaomi! ভারতীয় আদালত রিলিজ করল কোম্পানির 37 বিলিয়ন ডলার
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন