WhatsApp Poll Feature : WhatsApp-এ এল নতুন ফিচার, দেখে নিন কিভাবে করবেন ব্যাবহার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম WhatsApp তাদের ইউজারদের জন্য নতুন ফিচার রোলআউট করেছে। এই ফিচারের নাম রাখা হয়েছে WhatsApp Poll। WhatsApp প্রায়ই তাদের ইউজারদের জন্য নতুন নতুন ফিচার পেশ করে থাকে। আর এই কারণেই WhatsApp এর জনপ্রিয়তা যেন দিন দিন বেড়েই চলেছে। এবারের নতুন WhatsApp Poll ফিচারটিও ইউজারদের জন্য যথেষ্ট কাজের হবে বলে মনে করা হচ্ছে। WhatsApp এর প্যারেন্ট কোম্পানি Meta এর আগে তাদের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Facebook এও এই ফিচার যোগ করেছিল। এই পোস্টে WhatsApp Poll ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল। এছাড়া WhatsApp Poll ফিচার কিভাবে ব্যাবহার করতে হবে সেবিষয়েও বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: এবার থেকে গোপন থাকবে না কারোর পরিচয়! অচেনা নম্বরে ফোন আসলে উঠে যাবে নাম

WhatsApp Poll ফিচার অনেকটা Facebook বা Twitter এর Poll ফিচারের মতোই। এই ফিচারের সাহায্যে ইউজাররা কোনো ব্যাক্তি বা গ্রুপ চ্যাটে পোল ক্রিয়েট করতে পারবেন। এই ফিচার ব্যাবহার করে ইউজাররা একটি প্রশ্ন লিখে তাঁর নিচে অপশন যোগ করে দিটে পারবেন। WhatsApp দীর্ঘদিন ধরেই এই ফিচার লঞ্চ করার প্রস্ততি নিচ্ছিল বলে জানা গেছে। WhatsApp এর এই নতুন ফিচার Android এবং iOs উভয় প্লাটফর্মের জন্যই রোলআউট করা হয়েছে।

কিভাবে ব্যাবহার করবেন WhatsApp Poll ফিচার?

স্টেপ 1: WhatsApp Poll ফিচার ব্যাবহার করার জন্য প্রথমে ইউজারদের WhatsApp-এ চ্যাট ওপেন করুন।

স্টেপ 2: চ্যাট ওপেন করার পর নিচের দিকে অ্যাটাচ আইকনে ক্লিক করতে হবে। এখানে সব শেষে বর্তমানে Poll অপশন যোগ করা হয়েছে। এতে ক্লিক করুন। আরও পড়ুন: 5000mAh ব্যাটারি, 6GB RAM এবং 50MP ক্যামেরা সহ Redmi-এর লো বাজেট 5G স্মার্টফোনে চলছে বিশাল ডিসকাউন্ট 

স্টেপ 3: পোল অপশনে ক্লিক করে পোলের জন্য প্রশ্ন এবং তার অপশন যোগ করতে হবে। এরপর সেন্ড বাটন ক্লিক করুন। এইভাবে পোল ক্রিয়েট করতে হবে।

নোট: WhatsApp Poll ইউজার্স চ্যাট এবং গ্রুপ চ্যাট উভয় ক্ষেত্রে কার্যকর। Facebook-এ এই ফিচার অনেক আগে থেকেই রয়েছে। আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল OnePlus 11 স্মার্টফোনের স্পেসিফিকেশন, লঞ্চের আগেই দেখে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here